সড়কে বাস-অটোভ্যানের সংঘর্ষে নিহত ৪

টাঙ্গাইল প্রতিনিধি ॥

টাঙ্গাইলের ধনবা‌ড়ি বাস ও অটোভ্যানের মুখোমু‌খি সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। এ সময় গুরুত্বর আহত হন আরও দুইজন।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে জামালপুর-ধনবা‌ড়ি সড়কের নল্ল্যা বাজারের গ্রামীণ ব্যাংকের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার গোপালপুর উপজেলার সু‌তি পলাশ এলাকার চান কৃষ্ণ কর্মকারের ছেলে ও অটোভ্যান চালক বাবুল কর্মকার (৫০), জামালপুর জেলার রামনগর এলাকার শ‌হিদের ছেলে সাইফুল ইসলাম (২২), সাইফুলের ভাই মৃদৃল (১৫) ও একই গ্রামের ফজলুলের ছেলে হাসান (১৯)।

ধনবা‌ড়ির থানার ডিউ‌টি অ‌ফিসার এএসআই আ‌শিকুজ্জামান জানান, জামালপুর থে‌কে ঢাকগামী এক‌টি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অ‌টোভ্যানের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অটোভ্যানের চালকসহ দুইজনের মৃত্যু হয়।

আহতদের উদ্ধার করে ধনবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানকার চি‌কিৎসক তাদের মৃত‌ ঘোষণা করেন।

তি‌নি আরও জানান, ময়নাতদন্ত ছাড়া রাতেই নিহতদের লাশ তাদের প‌রিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শাজাহান খানের মেয়ের সম্পদের হিসাব চেয়ে বাসার দরজায় দুদকের নোটিশ

শাজাহান খানের মেয়ের সম্পদের হিসাব চেয়ে বাসার দরজায় দুদকের নোটিশ

জেলা প্রতিনিধি:

মাদারীপুরে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের মেয়ে ঐশি খানের স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার বিকেলে শহরের হরিকুমারিয়া এলাকায় শেখ হাসিনা আঞ্চলিক মহাসড়কের পাশে শাজাহান খানের নিজ বাসায় কাউকে না পাওয়ায় দরজায় ওই নোটিশ টানিয়ে দেওয়া হয়।

দুদকের নোটিশ সূত্রে জানা গেছে, শাজাহান খানের মেয়ে ঐশি খান, তার স্বামী তানভীর হাসান এবং তাদের উপর নির্ভরশীল ব্যক্তিদের নামে ও বেনামে অর্জিত সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস এবং উক্ত সম্পদ অর্জনের বিস্তারিত বিবরণী নির্ধারিত ফরমে আগামী ২১ কার্যদিবসের মধ্যে দাখিল করতে বলা হয়েছে। বিষয়টি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারা অনুযায়ী করা হয়েছে।

মাদারীপুর সমন্বিত দুদক কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামান গনমাধ্যমদের জানান, শাজাহান খানের মেয়ে ও তার পরিবারের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের আদেশ বাস্তবায়নের অংশ হিসেবে আমরা বাসায় নোটিশ দিতে গিয়েছিলাম। তবে কাউকে না পাওয়ায় তা দরজায় টানিয়ে দিয়েছি। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী জমা না দিলে দুদক আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম