স্টাফ রিপোর্টার:
নোয়াখালী জেলা শহর মাইজদীতে অভিযান চালিয়ে আকরাম হোসেন (৩৮) নামে সেনাবাহিনীর এক ভুয়া ক্যাপ্টেনকে আটক করেছে সেনাবাহিনী। এসময় তার সহযোগী অ্যাডভোকেট জলিল হোসেনকেও (৩৯) আটক করা হয়।
বুধবার রাতে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা ভূয়া ক্যাপ্টেন আকরাম হোসেন জেলার সুবর্ণচর উপজেলার পশ্চিম চরজুবিলী গ্রামের শামসুল হকের ছেলে। জলিল হোসেন সদর উপজেলার চুল্লাডগি গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে।
সেনাবাহিনী জানায়, ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ক্যাপ্টেন নাবিল রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এলাকায় অভিযান চালানো হয়। এসময় ভুয়া ক্যাপ্টেন আকরাম হোসেন ও তার সহযোগী অ্যাডভোকেট মোহাম্মদ জলিল হোসেনকে আটক করা হয়।
অভিযোগ রয়েছে, ভুয়া ক্যাপ্টেন আকরাম ও অ্যাডভোকেট জলিল নোয়াখালীর বিভিন্ন এলাকার মানুষের থেকে মামলা মীমাংসার কথা বলে টাকা আদায় করে আসছিলেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হবে।’
সবা:স:জু- ৪১১/২৪
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.