মতিঝিলে কৃষি ব্যাংকের সাবেক কর্মচারী-সিবিএ নেতাকে হত্যা

স্টাফ রিপোর্টার: 

রাজধানীর মতিঝিলে আব্দুল হালিম (৬৩) নামে এক বৃদ্ধকে মারধরে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৮ ডিসেম্বর) রাতে মতিঝিলের বিমান অফিসের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হালিম চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ছবির আহামেদ এর ছেলে। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ও বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ) এর সভাপতি ছিলেন।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সজীব কুমার সিং নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে সাবেক সহকর্মীদের সঙ্গে পূর্ব বিরোধের জের ধরে ধস্তাধস্তির একপর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঢামেকের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে রাত ১টা ৪০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক মর্গে নিহতের ছেলে ফয়সাল জানান, তার বাবা কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ছিলেন।

২০১৪ সাল থেকে সিবিএর সভাপতি ছিলেন। এছাড়াও বোয়ালখালির উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ছিলেন তিনি।

ফয়সাল বলেন, কৃষি ব্যাংকের কর্মচারী ইউনিয়নের পদসহ নানা বিষয়ে একই প্রতিষ্ঠানের কর্মচারী ও ইউনিয়নের সদস্য ফয়েজ উদ্দিন, মিরাজ হোসেন, সাহেদ, সাইফুলদের সঙ্গে দীর্ঘদিন ধরে আব্দুল হালিমের বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত অক্টোবর মাসে থানায় জিডিও করেছিলেন তিনি।

গত মঙ্গলবার রাতে ঢাকায় এসেছিলেন তিনি। পরে খবর পাই আমার বাবাকে তার অফিস সহকর্মীরা মারধর করে হত্যা করেছে।

সিবিএ সেক্রেটারি নাসিম আহামেদ বলেন, হালিম ভাই ২০১৪ সালে নির্বাচিত সভাপতি ছিলেন, আমি ছিলাম সাধারণ সম্পাদক। এরপর আর কোনো নির্বাচন হয়নি। গত ৫ আগস্টের পর ফয়েজ উদ্দিন সভাপতি ও মিরাজ হোসেন সাধারণ সম্পাদক করে বিনা নির্বাচনে মনগড়া কমিটি বানিয়ে আমাদের ইউনিয়ন অফিস দখল করে নেয়।

এ বিষয়ে আমরা মামলাও দায়ের করেছি। আদালত তাদের নোটিশ দিয়ে কৈফিয়ত চেয়েছে। এ নিয়ে তাদের সঙ্গে বিরোধ চলছিল। এর আগে  হালিম ভাইকে তারা হুমকিও দিয়েছিলেন। সে ঘটনায় থানায় জিডিও করা হয়।

সবা:স:জু- ৪২৩/২৪

 

জিপিও-শিক্ষা ভবন সড়কে গাড়ি চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার: 

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় জিপিও থেকে শিক্ষা ভবন পর্যন্ত সড়ক বন্ধ রাখা হয়েছে। এই সড়কে শুধু ফায়ার সার্ভিস ও আইশৃঙ্খলা বাহিনী ছাড়া অন্য সব গাড়ি চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর। রাত ২টার পর থেকে সচিবালয়ের সামনের রাস্তায় সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয় বলেও জানান তিনি।

তিনি বলেন, “আগুন লাগার পর রাত ২টার দিকে আমরা সচিবালয়ের সামনের দুই পাশের রাস্তা বন্ধ করে দিয়েছি।

“শুধু ফায়ার সার্ভিস ও আইশৃঙ্খলা বাহিনী ছাড়া অন্য সব গাড়ি চলাচল বন্ধ রয়েছে।”

আগুন লাগার পরপরই পুরো সচিবালয় এলাকায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এপিবিএন সদস্যদের নিয়োজিত করা হয়। বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানিয়েছেন, সচিবালয়ে আগুন লাগার পর সেখানে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর বুধবার রাত ১ টা ৫২ মিনিটে পান তারা।

দুই মিনিটের মধ্যে তাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন। প্রথমে আটটি ইউনিট কাজ শুরু করলেও পরে আরো ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। আগুন নেভানোর কাজে নিয়োজিত ফায়ার ফাইটার নয়ন পানির লাইন দিতে রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় গুরুতর আহত হন। তাকে চাপা দিয়ে ট্রাকটি পালিয়ে যায়।

পরে হাসপাতালে নয়নের মৃত্যু হয়।

এদিকে, আগুন লাগার ৫ ঘণ্টা পর ফায়ারের ১৯টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. শাহজাহান শিকদার। তিনি জানান, আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

সবা:স:জু- ৫১০/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের