স্টাফ রিপোর্টার:
রাজধানীর মতিঝিলে আব্দুল হালিম (৬৩) নামে এক বৃদ্ধকে মারধরে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৮ ডিসেম্বর) রাতে মতিঝিলের বিমান অফিসের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল হালিম চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ছবির আহামেদ এর ছেলে। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ও বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ) এর সভাপতি ছিলেন।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সজীব কুমার সিং নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে সাবেক সহকর্মীদের সঙ্গে পূর্ব বিরোধের জের ধরে ধস্তাধস্তির একপর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঢামেকের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে রাত ১টা ৪০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক মর্গে নিহতের ছেলে ফয়সাল জানান, তার বাবা কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ছিলেন।
২০১৪ সাল থেকে সিবিএর সভাপতি ছিলেন। এছাড়াও বোয়ালখালির উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ছিলেন তিনি।
ফয়সাল বলেন, কৃষি ব্যাংকের কর্মচারী ইউনিয়নের পদসহ নানা বিষয়ে একই প্রতিষ্ঠানের কর্মচারী ও ইউনিয়নের সদস্য ফয়েজ উদ্দিন, মিরাজ হোসেন, সাহেদ, সাইফুলদের সঙ্গে দীর্ঘদিন ধরে আব্দুল হালিমের বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত অক্টোবর মাসে থানায় জিডিও করেছিলেন তিনি।
গত মঙ্গলবার রাতে ঢাকায় এসেছিলেন তিনি। পরে খবর পাই আমার বাবাকে তার অফিস সহকর্মীরা মারধর করে হত্যা করেছে।
সিবিএ সেক্রেটারি নাসিম আহামেদ বলেন, হালিম ভাই ২০১৪ সালে নির্বাচিত সভাপতি ছিলেন, আমি ছিলাম সাধারণ সম্পাদক। এরপর আর কোনো নির্বাচন হয়নি। গত ৫ আগস্টের পর ফয়েজ উদ্দিন সভাপতি ও মিরাজ হোসেন সাধারণ সম্পাদক করে বিনা নির্বাচনে মনগড়া কমিটি বানিয়ে আমাদের ইউনিয়ন অফিস দখল করে নেয়।
এ বিষয়ে আমরা মামলাও দায়ের করেছি। আদালত তাদের নোটিশ দিয়ে কৈফিয়ত চেয়েছে। এ নিয়ে তাদের সঙ্গে বিরোধ চলছিল। এর আগে হালিম ভাইকে তারা হুমকিও দিয়েছিলেন। সে ঘটনায় থানায় জিডিও করা হয়।
সবা:স:জু- ৪২৩/২৪
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.