স্টাফ রিপোর্টার:
রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে ভুল চিকিৎসায় মোশাররফ হোসেন নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে অস্ত্রোপাচারের সময় তিনি মারা যান বলে জানিয়েছে স্বজনরা।
নিহতের স্বজনরা জানান, বুকে ব্যথ্যা নিয়ে এক সপ্তাহ আগে গ্রীণ লাইফ হাসপাতালে ডাক্তার দেখান মোশাররফ। পরে শনিবার অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হন তিনি। অস্ত্রোপাচারের আগে মুহূর্তেও সুস্থ ছিলেন তিনি। তবে অস্ত্রোপাচার শেষে মোশাররফের নিথর দেহ বের করে আনা হয়।
তারা আরও জানান, শনিবার সন্ধ্যায় মোশাররফের মৃত্যু হলেও রাত সাড়ে ৯টা বাজে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর খবর জানায়। ঘটনাটি ধামাচাপা দিতে কর্তৃপক্ষ টাকা ও চাকরির প্রলোভন দেখায় বলেও অভিযোগ করেন স্বজনরা।
নিহতের ছেলে আতিকুর রহমান লিটু বলেন, অধ্যাপক মঞ্জুরুল আলমের অধীনে আমার বাবার অপারেশন হওয়ার কথা থাকলেও তিনি আসেননি। তার সহকারীরা বাবার অপারেশন করেছে।
নিহতের মেয়ে ফারজানা আক্তার বলেন, অস্ত্রোপাচার শুরু হওয়ার অনেকক্ষণ হয়ে গেলেও অধ্যাপক মঞ্জুরুল আলম থিয়াটারে আসেননি।
এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, চিকিৎসার অবহেলায় মোশাররফের মৃত্যু হয়নি। বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানেই তার অপারেশন করা হয়েছে।
এ ঘটনায় গ্রীন লাইফ হাসপাতালের গাফিলতি খতিয়ে দেখছে পুলিশ। কলাবাগান থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
সবা:স:জু- ৪৬৭/২৪
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.