কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে ২১ বছর পর ডাকাতি

স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে দীর্ঘ ২১ বছর পর ডাকাতির ঘটনা ঘটল। শনিবার সকালে চিলমারী- রৌমারী উপজেলায় নদের মাঝপথে দুইশ বিঘা নামক স্থানে এই ঘটনা ঘটে।

এদিন সকাল সাড়ে আট টার দিকে ১৮ জন যাত্রী নিয়ে রৌমারী থেকে রওনা দেয় একটি নৌকা। দুইশ বিঘা নামক নির্জন স্থানে পৌঁছালে নৌকায় ডাকাতরা হানা দেয়। এসময় যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ অর্থসহ প্রায় তিন লাখ টাকার মালামাল নিয়ে যায় যাকাতরা।

জানা যায়, কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা সেতুর পূর্বপাড়ে ফজলুল করীম (রহ.) জামিয়া ইসলামিয়া মাদরাসা প্রাঙ্গণে ৩ দিনব্যাপী ইজতেমার কার্যক্রম শুরু হয়েছে। সেই উপলক্ষে রৌমারীর চরমোনাই অনুসারীরা ইজতেমার উদ্দেশে রওয়ানা দেন।

দুইশ বিঘায় পৌঁছালে প্রায় ২০ থেকে ২২ জন মুখোশধারী ডাকাতদল নৌকায় অতর্কিত হামলা চালায়। এসময় তারা নৌকার যাত্রীদের মারধর করে মোবাইল ফোনগুলো নিয়ে পানিতে ফেলে দেয়। পরে সবার কাছে থাকা নগদ টাকা ও দামি জিনিসপত্র নিয়ে চলে যায়।

এ ঘটনায় নৌকায় থাকা বেশিরভাগ যাত্রী মারধরের শিকার হয়ে অসুস্থ হয়। তবে নৌকাতে থাকা উপজেলার পুরারচর গ্রামের ময়েজ উদ্দিন নামের এক ব্যবসায়ী কাছে থাকা ১ লাখ ৮০ হাজার টাকা নিয়ে যায় বলে জানা গেছে।

নৌকার মাঝি আবু তালেব বলেন, ‘আমরা রৌমারী থেকে ইজতেমার উদ্দেশে রওনা দেই। হঠাৎ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ২২ জনের মতো ডাকাতের দল এসে আমাদের ভয়ভীতি দেখায় ও মারধর করে। ভয়ে যা বলছে তাই শুনতে বাধ্য হয়েছি। ২০০২-২০০৩ সালের পর প্রথম ডাকাতির ঘটনা ঘটল বলে জানান তিনি।

ব্যবসায়ী ময়েজ উদ্দিন জানান, একদল ডাকাত নৌকার কাছে এসে অতর্কিত হামলা চালায়। বলে যার কাছে যা আছে দিয়ে দাও ঝামেলা করলে নদীতে ফেলে দেব। পরে আমার কাছে থাকা এক লাখ ৮০হাজার টাকা ও মোবাইল ফোন জীবনের ভয়ে দিয়ে দেই।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, ‘ডাকাতির ঘটনা শুনেছি। তবে ঘটনাটি আমার এরিয়ার মধ্যে নয়। তাই কিছু করা সম্ভব হয়নি।’

সবা:স:জু- ৪৭৬/২৪

শীতে ব্রণ থেকে মুক্তি পাবেন যে উপায়ে

স্বাস্থ্য ডেস্ক: 

শীতে কারো কারো ব্রণের সমস্যা বেড়ে যায়। তৈলাক্ত ত্বকের পাশাপাশি শুষ্ক ত্বকের মানুষদেরও প্রায়ই ঠাণ্ডা আবহাওয়ায় ব্রণের সমস্যায় পড়তে হয়। যার কারণ সিবাম উৎপাদন। আসলে শীতকালে বাইরের ঠাণ্ডা বাতাসের কারণে ত্বক শুষ্ক হতে শুরু করে।

শুষ্কতা থেকে নিজেকে রক্ষা করার জন্য, ত্বক সিবামের উৎপাদন বাড়ায়। যার কারণে তৈলাক্ত ত্বকের পাশাপাশি শুষ্ক ত্বকের মানুষের সমস্যা বেড়ে যায় এবং ব্রণ ও ব্রণ দেখা দিতে শুরু করে।

 

শীতকালে ব্রণ কেন হয়

শীতকালে ত্বকে সিবামের উৎপাদন বেড়ে যায় এবং ত্বকের কোষগুলো একসঙ্গে লেগে থাকে। যার কারণে ছিদ্রগুলো আটকে যেতে শুরু করে এবং আরো ব্রণ এবং ব্রণ দেখা দিতে শুরু করে।

এমন পরিস্থিতিতে ব্রণের এই সমস্যাটি কীভাবে মোকাবেলা করবেন তা জানা জরুরি।

 

বারবার হাত দিয়ে মুখ স্পর্শ করা থেকে বিরত থাকুন

ত্বককে শুষ্কতা থেকে রক্ষা করুন এবং ময়শ্চারাইজডের পাশাপাশি হাইড্রেটেড রাখুন। শীতকালে হিটার, ব্লোয়ার, গরম পানি দিয়ে মুখ ধোয়ার কারণে ত্বক হাইড্রেশন হারাতে শুরু করে। তাই ত্বককে শুষ্কতা থেকে রক্ষা করুন।

অ্যালোভেরা জেল

শীতকালে যদি বারবার ব্রণ দেখা দেয় তাহলে রাতে অ্যালোভেরা জেল লাগিয়ে সকালে মুখ ধুয়ে ফেলুন। এটি শুধু তেল নিয়ন্ত্রণ করে না, ব্রণ থেকেও মুক্তি দেয় এবং ত্বকের জ্বালাপোড়া দূর করে।

এই ফেসপ্যাকটি ব্রণে লাগান

এই ফেসপ্যাকটি মুখের যেসব অংশে ব্রণ বা ব্রণ দেখা দিয়েছে সেখানে লাগান। একটি ফেসপ্যাক তৈরি করতে এক চামচ দারুচিনির গুঁড়া নিন, এতে মেথির গুঁড়া যোগ করুন, প্রায় এক চামচ মধু ও কয়েক ফোঁটা লেবুর রস যোগ করুন। এবার একটি ঘন আঠালো পেস্ট তৈরি করুন।

তারপর এই পেস্টটি ব্রণে লাগিয়ে রেখে দিন। দুই থেকে তিন ঘণ্টা বা সারা রাত রেখে দিয়ে সকালে পানি দিয়ে পরিষ্কার করুন। এই ফেসপ্যাক ব্রণ দূর করতে সাহায্য করবে।

ওটস ফেস প্যাক

ওটস পাউডার, মধু ও দই সমান অংশে নিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান। এটি ত্বকের জ্বালাপোড়া দূর করতে এবং ব্রণ দূর করতে সাহায্য করবে।

সবা:স:জু- ৪২২/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান ৭ বছরেই শত কোটি টাকার মালিক শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ নতুন ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন