স্টাফ রিপোর্টার:
ঘন কুয়াশার কারণে মুন্সিগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে’র একাধিক স্থানে সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে, মারা গেছেন এক প্রাইভেট কার চালক। আহত হয়েছেন অন্তত ১৫ জন।
এক্সপ্রেসওয়ের বেশ কয়েকটি জায়গায় অন্তত ১০টি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
হাইওয়ে পুলিশ জানায়, ঘন কুয়াশায় ঢাকা ছিলো মহাসড়ক। রবিবার (২২ ডিসেম্বর) সকাল ৭টা নাগাদ, একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয় সিরিয়ালে থাকা একটি প্রাইভেট কার। গাড়ি চালক ফরহাদকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে, তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
হাসাড়া, চালতিপাড়া, ধলেশ্বরী টোল প্লাজার কাছে একাধিক বাস, প্রাইভেটকার ও পিকআপের সংঘর্ষ হয়েছে। উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিস। দুর্ঘটনার কারণে ব্যাহত হচ্ছে এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ১০ এর ভাগ্যকূল ক্যাম্পের কোম্পানি কমান্ডার আনোয়ার হোসেন।
সবা:স:জু- ৪৮১/২৪
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.