বিপিএল মিউজিক ফেস্টে গাইবেন রাহাত ফতেহ আলী খান

স্টাফ রিপোর্টার:

রাজধানীর মিরপুর শেরবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ সোমবার ‘বিপিএল টি–২০ মিউজিক ফেস্ট’ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ অনুষ্ঠানকে কেন্দ্র করে ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বিপিএল টি-টোয়েন্টি মিউজিক ফেস্টে সংগীত পরিবেশন করবেন রাহাত ফতেহ আলী খান। বিপিএল মিউজিক ফেস্ট টুর্নামেন্টের অন্য দুই ভেন্যু চট্টগ্রাম এবং সিলেটেও হবে।

মিরপুর-১ থেকে মিরপুর ১০, ১১, ১২ ও ১৪ এলাকায় চলাচলকারী যানবাহন সনি সিনেমা হলের পাশ দিয়ে চিড়িয়াখানা সড়ক ব্যবহার করে রাইনখোলা ক্রসিং হয়ে প্রশিকা মোড় ব্যবহার করবে।

মিরপুর-১২ থেকে মিরপুর-১০ গোলচত্বর এলাকায় চলাচলকারী যানবাহন অরিজিনাল-১০ হয়ে ডানে মোড় নিয়ে প্রশিকা মোড় সড়ক ব্যবহার করবে। আগারগাঁও হয়ে মিরপুর-১০ গোলচত্বর দিয়ে মিরপুর-১ ও মিরপুর-১২ অভিমুখে চলাচলকারী যানবাহনগুলোকে মিরপুর-১০ গোলচত্বর পরিহার করে আগারগাঁও থেকে বাঁয়ে মোড় নিয়ে শ্যামলী-শিশুমেলা-টেকনিক্যাল মোড়-সনি সিনেমা হল ক্রসিং হয়ে চিড়িয়াখানা সড়কের রাইনখোলা ক্রসিং ব্যবহারের অনুরোধ করা হয়েছে।

 

সবা:স:জু- ৫০০/২৪

তুরস্কের কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

সবুজ বাংলাদেশ ডেস্ক

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এ পর্যন্ত ১২ জন নিহত এবং বহু আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৮টা ২৫ মিনিটে কারখানার প্ল্যান্টের একটি অংশে বিস্ফোরণ ঘটে। কারখানাটিতে বিস্ফোরক উৎপাদন করা হতো। তাই সেখানে প্রচুর কাঁচামাল মজুত ছিল। প্ল্যান্টেও বিস্ফোরকের উপাদান থাকায় আগুনের তীব্রতা ছিল ভয়াবহ। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, বিস্ফোরণের প্রচণ্ডতায় কারখানাটি ধসে পড়ে।

বিস্ফোরণের পর কয়েকটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে কারখানার বাইরে কাচ ও ধাতুর টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে। একই সময়ে উদ্ধার তৎপরতাও চালাচ্ছিল কর্তৃপক্ষ। একের পর এক অ্যাম্বুলেন্স কারখানা প্রাঙ্গণে প্রবেশ করে হতাহতদের সরিয়ে নেয়।

স্থানীয় গভর্নর ইসমাইল উস্তাওগ্লু বলেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী, বিস্ফোরণে ১২ কর্মচারী নিহত হয়েছে ও চারজনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের অবস্থা তেমন গুরুতর নয়। মৃতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া বলেন, বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এতে নাশকতার সম্পৃক্ততার আশঙ্কা নেই। হতে পারে এটি দুর্ঘটনা। আমরা এই বিস্ফোরণের কারণ উদঘাটনের চেষ্টা করছি। এরই মধ্যে বিস্তর তদন্ত শুরু হয়েছে।

 

সবা:স:জু- ৪৯৩/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম