সবুজ বাংলাদেশ ডেস্ক:
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানায় দায়েরকৃত আলোচিত ধর্ষণ মামলার এজাহার নামীয় আসামি মো. আব্দুল বারেক (৪৫) কে অভিযান চালিয়ে আটক করে র্যাব-৮।
বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১০ টায় উত্তর চর মঙ্গল সাকিনস্থ হাওলাদার বাড়ি থেকে তাকে সুস্থ অবস্থায় গ্রেফতার করা হয়৷
গ্রেফতার আব্দুল বারেক শশীভূষণ থানার উত্তর চরমঙ্গল ৬নং ওয়ার্ডের মোশারফ হোসেন মশু হাওলাদারের ছেলে।
ক্যাম্প কমান্ডার লে. মো. শাহরিয়ার রিফাত অভি জানান, মো. আব্দুল বারেক ভোলা জেলার চরফ্যাশন উপজেলার শষীভূষণ থানার আলোচিত ধর্ষণ মামলা (যাহার মামলা নং-০৬, তারিখ-০৯/১০/২০২৪ ইং) ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ ( সংশোধিত/২০২০) এর ৯(১) এর এজাহারনামীয় একমাত্র পলাতক আসামী।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের উদ্দেশ্যে শষীভূষণ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।
সবা:স:জু- ৪৯৫/২৪
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.