বিডিআর হত্যাকাণ্ডে কোনো দেশের সম্পৃক্ততা পেলে দায়ী করা হবে: ফজলুর রহমান

স্টাফ রিপোর্টার: 

বিডিআর হত্যাকাণ্ড নিয়ে গঠিত স্বাধীন তদন্ত কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান বলেছেন, দলিল প্রমাণের ভিত্তিতে যে দেশের সম্পৃক্ততা পাওয়া যায় তাদেরকেই দায়ী করা হবে।

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরের ঢাকা ব্যাটালিয়নের (৫ বিজিবি) সম্মেলন কক্ষে কমিশনের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।

ফজলুর রহমান বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত শেষ হবে। কোনো কিছু দ্বারা প্রভাবিত হব না।

তদন্ত কমিশনের সব কাজ জাতির সামনে খোলামেলাভাবে উপস্থাপন করা হবে। দুজন দেশি ও বিদেশি আইনজ্ঞ আমাদের সঙ্গে কাজ করবেন।’
কমিশনের জন্য সাচিবিক সুবিধা প্রয়োজন উল্লেখ করে তিনি আরো বলেন, ‘দেশি বিদেশি ষড়যন্ত্র ও শত্রুকে চিহ্নিত করতে দায়িত্ব দেওয়া হয়েছে। তাই কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিরাপত্তাসহ নানা সুবিধাদি নিশ্চিত করতে হবে।

এর আগে, গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে পিলখানায় সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে স্বাধীন তদন্ত কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করে সরকার।

সবা:স:জু- ৫১৮/২৪

বিচ্ছেদের ঘোষণা দিলেন ফারিয়া

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া। গান, অভিনয় ও উপস্থাপনায় নিজের কারিশমা দেখিয়েছেন তিনি। রনি রিয়াদ রশীদের সঙ্গে দীর্ঘদিন চুটিয়ে প্রেম করে পারিবারিক চাপে দুজন বিয়ে করার সিদ্ধান্ত নেয় তারা।

সেই ধারাবাহিকতায় ২০২০ সালের ২১ মার্চ পারিবারিকভাবে রনি রিয়াদ রশিদের সঙ্গে আংটি বদল করেন নুসরাত ফারিয়া।

ওই বছরের ১২ জুন ফারিয়া ফেসবুকে দুজনের ছবি প্রকাশ করে বাগদানের খবরটি দেন। আংটি বদলের আড়াই বছর পেরিয়ে গেলেও বিয়ে করেননি এই নায়িকা। এবার ঘটা করে বিচ্ছেদের খরব জানালেন নুসরাত ফারিয়া নিজেই। জানালেন বিয়েটা করছেন না তিনি। ভেঙে গেছে বিয়ের সম্পর্ক।

বুধবার (১ মার্চ) ফেসবুকে তার প্রেমিক ও হবু স্বামী রনিকে নিয়ে একটি বার্তা দিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন।

সেখানে তিনি লেখেনন, ‘আমার ভক্ত ও অনুসারীদের উদ্দেশে একটা কথা বলতে চাই, ৩ বছর আগে আজকের এই দিনে আমরা আমাদের বাগদানের ঘোষণা দিয়েছিলাম। জুটি হিসেবে একসঙ্গে ৯ বছর থাকার পর আলাদা হয়ে গেলাম। অনেক বাধা এবং চিন্তার পরে রনি এবং আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, আমাদের এত সুন্দর বন্ধুত্ব ও বোঝাপড়ার জন্য আমারা নিজেরদের অনেক ভাগ্যবান মনে করি, যা আমাদের সব সময়ই জীবনের অংশ হয়ে থাকবে। আমি আমার ভক্ত ও অনুরাগীদের অনুরোধ করব, আমাদের কঠিন সময়েও যেন আমাদের জন্য দোয়া ও আশীর্বাদ করেন। ধন্যবাদ, ফারিয়া।’

উল্লেখ্য, রনি রিয়াদ রশীদ একটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা। তিনি সাবেক সেনাপ্রধান লে. জে. হারুন-অর-রশীদের ছেলে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি