দ্বিতীয় বিয়ে করলেন পূর্ণিমা

বিনোদন প্রতিবেদক॥

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূর্ণিমা বিয়ে করেছেন। পাত্র আশফাকুর রহমান রবিন। দেশের একটি বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানে তিনি বিপণন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

রবিন লেখাপড়া করেছেন সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। তিনি সেখান থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন।

রবিন বিয়ের কথা নিশ্চিত করে জানান, গত ২৭ মে পূর্ণিমা ও তার পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বর্তমানে তারা রাজধানীর একটি অভিজাত এলাকায় বসবাস করছেন।

এদিকে পূর্ণিমা জানান, বিয়ের পরেই পূর্ণিমাসহ তার পরিবারের অন্যরা অসুস্থ ছিলেন। কেউ কেউ করোনাভাইরাসে আক্রান্ত ছিল। সে কারণে তার বিয়ের খবর জানাতে দেরি হয়েছে।

সবার কাছে দোয়া চেয়েছেন রবিন-পূর্ণিমা দম্পতি। প্রসঙ্গত, এটি নায়িকা পূর্ণিমার দ্বিতীয় বিয়ে। আগের সংসারে এক কন্যা রয়েছে এই নায়িকার।

কাউন্সিলর হয়েই হাজার কোটি টাকার মালিক জসিম

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম অফিস:

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৯ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর জহিরুল আলম জসিম লুটপাট করে নিয়ে গেছে হাজার কোটি টাকার ও বেশি, সম্পদ, কিশোর গ্যাং ও জমি দখল চাদাবাজি করে মালিক হয়েছেন এসব সম্পদের, সিঙ্গাপুর মালয়েশিয়া ও ওমান এর দেশে পাচার করেছেন প্রচুর অর্থ, অনুসন্ধানে জানা যায় ওয়ার্ডের কিছু সন্ত্রাসী গ্রুপ তার তত্ত্বাবধানে রয়েছে যে, নামগুলো শুনলে এলাকার মানুষ ভয়ের মধ্যে কথা বলতে পারত না, এদের দিয়ে গড়ে তুলেছেন বেলাল বাহিনী ছোট জসিম বাহিনী ভয়ঙ্কর সালু বাহিনী(কিশোর গ্যাং লিডার), এই বাহিনী দিয়ে এলাকার সাধারন মানুষের উপর অবিচার এবং নির্বিচারে অনেক অত্যাচার করেছেন, নাম প্রকাশে অনিচ্ছুক একজন এ সম্পর্কে বর্ণনা দিয়েছেন ভয়াবহ, একজন ব্যক্তি মাত্র ১০ থেকে ১৫ বছরে কিভাবে হাজার কোটি টাকার মালিক হয়? এলাকার অনেক মানুষই এ প্রতিক্রিয়া টি খুব বাজে ভাবে দেখিয়েছেন এবং এলাকায় অবৈধভাবে নিজের নামে করে নিয়েছেন হাজারো ব্যবসা-বাণিজ্য, ইট বালি সিমেন্ট তার ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া অন্য কোন দেকান থেকে নেওয়ার সুযোগ ছিল না।

গত ১৫ বছর, নিজের বাদেও পরিবারের অন্য সদস্যদের দিয়ে করেছে মানুষের উপর অত্যাচার, চালিয়ে গেছেন সন্ত্রাসী কর্মকাণ্ড, ছিলেন আওয়ামী লীগের বড় কেন্দ্রীয় পর্যায়ে নেতাদের সাথে সক্ষ্যতা, সেই সুযোগে এলাকায় বিরোধী দলের কর্মী সমর্থক দের উপরে দমন নিপীড়নচালিয়েছেন দেদারসে, গত ১৫ বছর, এবিষয়ে দৈনিক সবুজ বাংলাদেশ প্রতিবেদক কাউন্সিলর জসিম এর সাথে যোগাযোগের জন্য বার বার চেস্টা করেও ব্যর্থ হয়েছে, জানাযায় ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার উৎখাত হবার পরে সে গাঢাকা দিয়েছেন, আর হাসিনা সরকার না থাকার কারনে তার কোন খোঁজ খবর পাওয়া যায়নি আজ পর্যন্ত, ধারণা করা হচ্ছে সাবেক কাউন্সিলর ঘনিষ্ঠ কোন আত্মীয়র বাসায় গাঢাকা দিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার সকল জন প্রতিনিধি কাউন্সিলর মেয়রদের বাদ দিয়ে প্রশাসক নিয়োগের বিষয়ে ঘোষণা দিয়েছে এরপর তার কোন সন্ধান পাওয়া যায়নি, জসিম এবং জসিমের আত্মীয়দের সাথে যোগাযোগে যোগাযোগের চেষ্টা করলেতারাও কোন সহযোগিতা এবং কোন তথ্য দিয়ে সহযোগিতা করতে চাইনি, ওয়ার্ড এর সাধারণ মানুষের সাথে সবুজ বাংলাদেশের অনুসন্ধানী দল জানতে চাইলে (মোহাম্মদ রিয়াদ) জানায় জসিম বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ওয়ার্ডে প্রচুর মানুষ হত্যা সন্ত্রাসী কর্মকান্ড দখলবাজি চাঁদাবাজি টেন্ডারবাজি কিশোর গ্যাং বাজি সবে করেছেন বিগত ১৫ বছরের, সাধারণ মানুষের প্রশ্ন হলো উনি এত শক্তি এবং ক্ষমতার দাপট কোথা থেকে পায় তা আপনারা অনুসন্ধান করে বের করুন! অনুসন্ধান কালে জানা যায় সে এমপি, মন্ত্রী এবং মেয়রদের সাথে সক্রিয় থাকার কারণে ওয়ার্ডে সে যা ইচ্ছা তা করতে পারতেন এবং থানার ওসি তার আন্ডারে ছিল তার লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করতো, কেউ যদি প্রতিবাদ করতো তার বিরুদ্ধে হামলা মামলা দিয়ে হুমকি ধমকি দমন-নীতি চালতো বলেও এলাকার সাধারন মানুষ জানান। হাসিনা সরকারের পতনের পরেই তার সব গুন্ডা বাহিনীর সদস্যদেরকেও এলাকায় খোজে পাওয়া যাচ্ছে না।

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান