স্টাফ রিপোর্টার:
আগুনের কারণে বাংলাদেশ সচিবালয়ের বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে। এতে বিদ্যুৎহীন সচিবালয়ের বিভিন্ন ভবন; বন্ধ লিফটগুলো। তাই কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ে প্রবেশ করেও অফিস করতে পারছেন না।
বুধবার রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। পরে তা ভয়াবহ আকার ধারণ করে। ছয় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনের ঘটনায় সকাল থেকে সচিবালয়ের ভেতরে কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশ বন্ধ ছিল। তবে সকাল সাড়ে নয়টার দিকে হ্যান্ডমাইকে পাঁচ নম্বর গেট দিয়ে কর্মরতদের প্রবেশ করতে বলা হয়।
এরপর দীর্ঘ সিরিয়াল ধরে একে একে সবাই ভেতরে প্রবেশ করেন। তবে সচিবালয়ে প্রবেশ করলেও দাপ্তরিক কাজকর্ম হচ্ছে না। কারণ অগ্নিকাণ্ডের পর পুরো সচিবালয় বিদ্যুৎহীন হয়ে পড়েছে। কর্মকর্তা-কর্মচারীরা যে যার মতো অবস্থান নিয়ে দাঁড়িয়ে বা বসে আছেন। খোলা হয়নি কোনো দপ্তর; অনেক দপ্তর তালাবদ্ধ।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সচিবালয়ের ভেতরে প্রবেশ করলেও কোনো কক্ষে প্রবেশ করা যাচ্ছে না। পুরো সচিবালয় বিদ্যুৎহীন রয়েছে। কিছু স্থানে জেনারেটর চললেও অধিকাংশ স্থান বিদ্যুৎহীন রয়েছে।
সবা:স:জু- ৫২৪/২৪
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.