
স্টাফ রিপোর্টার:
বেপরোয়া চালকের কারণে ভয়ঙ্কর হয়ে উঠছে মাওয়া টোলপ্লাজা। শুক্রবার অনিরাপদ ধলেশ্বরী টোল প্লাজায় তিন গাড়িতে বেপরোয়া গতির বাসের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে।
শুক্রবার সকালে ধলেশ্বরী টোল প্লাজায় মাওয়ামুখী দাঁড়িয়ে থাকা প্রাইভেট কারকে পেছন দিক থেকে একটি বেপরোয়া গতির যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এ সময় প্রাইভেট কারটি সামনে থাকা মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনায় প্রাণ হারান একই পরিবারের ৪ প্রাইভেটকার যাত্রী ও দুজন মোটরসাইকেল আরোহী।
এদিকে, আজ শনিবার ভোরে ঢাকা মেডিকেলে আহত আরো একজনের মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা দাড়ালো ৭ জনে।
সবা:স:জু- ৫৪৩/২৪