স্টাফ রিপোর্টার:
ডিএনএ পরীক্ষা শেষে প্রয়াত বিএনপি নেতা হারিছ চৌধুরীর দেহাবশেষ তার মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরীর কাছে হস্তান্তর করেছে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। শনিবার রাত ১১টা ১০মিনিটে হস্তান্তরের পর দেহাবশেষ নিয়ে যাওয়া হয় সিলেটে।
২০২১ সালের ৩ সেপ্টেম্বর হারিছ চৌধুরী মৃত্যুবরণ করেন। সে সময় আওয়ামী লীগ সরকার তার পরিচয় গোপন করে অধ্যাপক মাহমুদুর রহমান নামে সাভারের বিরুলিয়ায় জামিয়া খাতামুন্নাবিয়্যিন মাদ্রাসা কবরস্থানে দাফন করে।
গত ৫ সেপ্টেম্বর পরিচয় নিশ্চিতের জন্য একটি রিট আবেদন করেন হারিছ চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন। শুনানী শেষে কবর থেকে দেহাবশেষ তুলে ডিএনএ টেস্টের নির্দেশ দেন হাইকোর্ট। এর প্রেক্ষিতে গত ১৬ অক্টোবর মৃতদেহটি উত্তোলন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ।
ঢাকা মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগ পরিচয় নিশ্চিত করার পর হারিছ চৌধুরীর দেহাবশেষ নিতে আসেন মেয়ে ব্যরিস্টার সামিরা তানজিন।
আজ রোববার বেলা ২টায় সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এরপর বাদ আছর কানাইঘাটে তার প্রতিষ্ঠিত ‘শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানায় রাষ্ট্রীয় মর্যাদায় হারিস চোধুরীকে দাফন করা হবে।
সবা:স:জু- ৫৫৩/২৪
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.