অনলাইন ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৫০তম কোরআন তাফসির মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেছেন ফিলিস্তিনের আল আকসা মসজিদের সাবেক খতিব ড. আলী ওমর ইয়াকুব আব্বাসী।
সোমবার দিবাগত রাত ৯টার দিকে ঘণ্টাব্যাপী আরবী ভাষায় দ্বীনের পথে হেদায়েতের গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন তিনি।
সরাইল তাফসির কমিটির উদ্যোগে গত ২১ ডিসেম্বর থেকে শুরু হওয়া ১০ দিনব্যাপী ৫০তম কোরআন তাফসির মাহফিলে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শিক্ষাসচিব আল্লামা মুফতি সামসুল হক।
বরেণ্য হাদিস বিশারদ, জাতীয় মসজিদ বায়তুল মোকারমের খতিব আল্লামা মুফতি আবদুল মালেক ও বাংলাদেশ হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানসহ বরেণ্য আলেম-ওলামাগণ মাহফিলে আলোচনা করেন।
এ সময় বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিদের ভীড়ে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
সবা:স:জু- ৫৬৪/২৪
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.