স্টাফ রিপোর্টারঃ
টানা ৩৬ দিন। আন্দোলনের তোড়ে উত্তাল রাজপথ। পুলিশ ও সরকারি বিভিন্ন বাহিনীর বুলেট, ক্ষমতাসীনদের রক্তচক্ষু। কিছুই দমাতে পারেনি ছাত্র-জনতাকে। ফলে ৫ আগস্ট পালিয়ে যান শেখ হাসিনা। ১ জুলাই থেকে যে আন্দোলনের শুরু, তা সফল হয় ৩৬ দিনে অর্থাৎ ৫ আগস্ট। ৩৬ জুলাই নামেই পরিচিত সেইদিনের ঘটনাপ্রবাহ কেমন ছিলো।
চব্বিশের ৫ আগস্ট দুপুর। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ভারতে চলে যান টানা ১৬ বছরের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরো ঢাকা সেদিন ছিলো উত্তাল জনসমুদ্র। ক্ষমতার কেন্দ্র গণভবন, সংসদ ভবন আর প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয় ছিলো জনতার দখলে।
ছাত্র-জনতাকে সেই বিজয় পেতে রাজপথে আন্দোলনে থাকতে হয় টানা ৩৬ দিন। যেদিন তারা সফল হয়, সেদিনের সকালটাও শুরু হয়েছিলো বুলেটের সামনে বুক পেতে। যাদের বুকের তাজা রক্তে রঞ্জিত হয়েছিলো পিচঢালা রাজপথ।
একদিন আগেই ঘোষণা ছিলো, গণভবনমুখী লং মার্চ হবে ৩৬ জুলাই, অর্থাৎ ৫ আগস্ট। ঢাকার চারদিক থেকে আসবে ছাত্র-জনতা। শুরুটা হয়েছিলো সেভাবেই। রাজধানীর যাত্রাবাড়ী এবং কেন্দ্রীয় শহীদ মিনারে পুলিশের আক্রমণের মুখে পড়ে আন্দোলনকারীরা। জনস্রোতে ভেসে যায় সেই বাঁধা।
টান টান উত্তেজনায় বেলা বাড়তেই ঢাকার চারদিকে শক্ত অবস্থান নেয় ছাত্র-জনতা। উত্তরা এবং রামপুরায় তখন সেনাবাহিনীর মুখোমুখি অবস্থানে ছাত্র-জনতা। এরই মাঝে খবর আসে, বেলা ২ টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। দুপুরের আগেই উত্তরা এবং রামপুরা থেকে সরিয়ে নেয়া হয় সেনা ব্যারিকেড, বাঁধ ভাঙা জনস্রোত তখন গণভবনমুখী।
ছাত্র-জনতা যখন চারদিক দিয়ে গণভবন ঘেরাওয়ের জন্য রওনা হয়েছে, তখন উপায়হীন শেখ হাসিনা। ক্ষমতা ছেড়ে তিনি ভারতের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। বিদ্যুৎগতিতে যে খবর ছড়িয়ে পড়ে পুরো দেশে।
বিকেলে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার খবর আনুষ্ঠানিকভাবে জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। ছাত্র-জনতা প্রতিনিধি এবং রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকের পর তাদের নিয়ে যান বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে।
ঘটনাবহুল ৫ আগস্ট পরিচিতি পেয়েছে ৩৬ জুলাই নামে। যেখান থেকে যাত্রা শুরু হয় অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের।
সবা:স:জু- ৫৬৮/২৪
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.