ঢাবিতে ‘জুলাই স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট’ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কবি জসীম উদদীন হলের শিক্ষার্থীদের উদ্যোগে তিন দিনব্যাপী ‘জুলাই স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট’ হলের মাঠে অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সাতটি ব্যাচের সাতটি দল এবংঅ্যালামনাই ও শিক্ষকদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ দলসহ মোট আটটি দল অংশগ্রহণ করে।

পল্লীকবি জসীম উদদীনের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ, নাটক এবংআত্মজীবনীমূলক গ্রন্থ ‘আসমানী, বালুচর, রাখালী, বিপ্লবী, মুসাফির,পদ্মাপার, স্মৃতিপট’-এর নামানুসারে দলগুলোর নামকরণ করা হয়, যা টুর্নামেন্টে একটি অনন্য বৈশিষ্ট্য যোগ করে।

এই প্রতিযোগিতায় ২০১৭-১৮ শিক্ষার্থীদের দল ‘আসমানী’চ্যাম্পিয়ন এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দল ‘স্মৃতিপট’রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

বছরের শেষ দিন মঙ্গলবার রাত সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

উপাচার্য শিক্ষার্থীদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং প্রতিযোগিতাটির গুরুত্ব তুলে ধরে ভবিষ্যতে এ ধরণের আয়োজনের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থী প্রতিনিধি এবং হল প্রশাসনকে আয়োজনে সহযোগিতার জন্য ধন্যবাদও জানান।

এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ, হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এম শাহীন খান, হলের আবাসিক শিক্ষকবৃন্দ, অ্যালামনাই সদস্যবৃন্দ ও বিপুল সংখ্যক শিক্ষার্থী।

আয়োজনের শেষ পর্যায়ে উপাচার্য নিয়াজ আহমেদ খান হল প্রশাসনের পক্ষ থেকে নতুন বছরের কেক কেটে শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। যা আয়োজনকে আরও প্রাণবন্ত এবং হলের শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, প্রতিযোগিতামূলক মনোভাব এবং সৃজনশীল উদ্যমকে উৎসাহিত করে।

 

সবা:স:জু- ৫৮৪/২৪

অবসর নিয়েছেন ক্রিকেটার পিটার মুর

স্পোর্টস ডেস্ক:

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের হয়ে খেলা ব্যাটসম্যান পিটার মুর। দু’দেশের হয়ে টেস্ট খেলে রেকর্ড বইয়ে জায়গাও করে নিয়েছিলেন তিনি। দু’টি ভিন্ন দেশের হয়ে টেস্ট খেলা ১৭ জন ক্রিকেটারের একজন মুর।

১৯৯১ সালে জিম্বাবুয়ের হারারেতে জন্মগ্রহণ করেন মুর। ২০১৪ সালে জিম্বাবুয়ের হয়ে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু হয় তার।

জিম্বাবুয়ের জার্সিতে ২০১৬ সালে টেস্ট ও টি-টোয়েন্টি অভিষেক হয় মুরের। এরপর জিম্বাবুয়ের হয়ে ৮ টেস্ট, ৪৯ ওয়ানডে ও ২১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন তিনি। ২০১৯ সালে অক্টোবরে জিম্বাবুয়ের হয়ে সর্বশেষ খেলেন মুর।

দাদি আইরিশ হওয়ার সুবাদে আইরিশ পাসপোর্ট থাকায় আয়ারল্যান্ডের পাড়ি জমান মুর। আয়ারল্যান্ড জাতীয় দলে খেলার লক্ষ্যে বেশ কয়েক বছর ক্লাব ক্রিকেটে খেলেন তিনি। এরপর ২০২২ সালের অক্টোবরে আয়ারল্যান্ড জাতীয় দলে হয়ে খেলার যোগ্যতা অর্জন করেন মুর।

২০২৩ সালের এপ্রিলে বাংলাদেশের মাটিতে টেস্ট দিয়ে আয়ারল্যান্ড দলে অভিষেক হয় মুরের। বাংলাদেশ সিরিজ শেষে শ্রীলঙ্কার বিপক্ষেও টেস্ট খেলেন তিনি।

আয়ারল্যান্ডের হয়ে ৭টি টেস্ট খেললেও সীমিত ওভারের ক্রিকেটে খেলার সুযোগ পাননি ৩৪ বছর বয়সী মুর। সব মিলিয়ে ১৫ টেস্টে ৬ হাফ সেঞ্চুরিতে ২৫ দশমিক ৩১ গড়ে ৭৩৪ রান করেছেন মুর। ওয়ানডেতে ৮২৭ রান ও টি-টোয়েন্টিতে ৩৬৪ রান করেছেন তিনি।

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান