তারিখ লোড হচ্ছে...

ঢাবিতে ‘জুলাই স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট’ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কবি জসীম উদদীন হলের শিক্ষার্থীদের উদ্যোগে তিন দিনব্যাপী ‘জুলাই স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট’ হলের মাঠে অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সাতটি ব্যাচের সাতটি দল এবংঅ্যালামনাই ও শিক্ষকদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ দলসহ মোট আটটি দল অংশগ্রহণ করে।

পল্লীকবি জসীম উদদীনের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ, নাটক এবংআত্মজীবনীমূলক গ্রন্থ ‘আসমানী, বালুচর, রাখালী, বিপ্লবী, মুসাফির,পদ্মাপার, স্মৃতিপট’-এর নামানুসারে দলগুলোর নামকরণ করা হয়, যা টুর্নামেন্টে একটি অনন্য বৈশিষ্ট্য যোগ করে।

এই প্রতিযোগিতায় ২০১৭-১৮ শিক্ষার্থীদের দল ‘আসমানী’চ্যাম্পিয়ন এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দল ‘স্মৃতিপট’রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

বছরের শেষ দিন মঙ্গলবার রাত সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

উপাচার্য শিক্ষার্থীদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং প্রতিযোগিতাটির গুরুত্ব তুলে ধরে ভবিষ্যতে এ ধরণের আয়োজনের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থী প্রতিনিধি এবং হল প্রশাসনকে আয়োজনে সহযোগিতার জন্য ধন্যবাদও জানান।

এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ, হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এম শাহীন খান, হলের আবাসিক শিক্ষকবৃন্দ, অ্যালামনাই সদস্যবৃন্দ ও বিপুল সংখ্যক শিক্ষার্থী।

আয়োজনের শেষ পর্যায়ে উপাচার্য নিয়াজ আহমেদ খান হল প্রশাসনের পক্ষ থেকে নতুন বছরের কেক কেটে শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। যা আয়োজনকে আরও প্রাণবন্ত এবং হলের শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, প্রতিযোগিতামূলক মনোভাব এবং সৃজনশীল উদ্যমকে উৎসাহিত করে।

 

সবা:স:জু- ৫৮৪/২৪

২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩২

ক্রীড়া ডেস্ক॥

মিরপুরে মাত্র ১১৮ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারাল স্বাগতিক বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়ার প্লের ছয় ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩২ রান।

এখন ১০ রানে শান্ত ও ১ রানে হৃদয় অপরাজিত রয়েছেন।

ম্যাচের শুরুতে টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠান টাইগার দলনেতা সাকিব আল হাসান। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় সফররত ইংল্যান্ড। তাসকিন আহমেদের করা ইনিংসের তৃতীয় ওভারে ব্যক্তিগত ৬ রানে আউট হন ওপেনার ডেভিড মালান।

আরেক ওপেনার ফিল সল্টের ব্যাট থেকে আসে ২৫ রান। সুবিধা করতে পারেননি দলনেতা জস বাটলারও। ব্যক্তিগত ৫ রানে হাসান মাহমুদের করা বলে বোল্ড হন ইংলিশ দলনেতা জস বাটলার। মেহেদি মিরাজের করা পরের ওভারের শেষ বলে শামীম পাটোয়ারির হাতে ক্যাচ তুলে দেন মঈন আলি। তিনি করেন ১৫ রান।

পঞ্চম উইকেট জুটিতে চাপ সামলে নেওয়ার প্রয়াস চালান বেন ডাকেট ও সাম কুরান। কিন্তু কিছুক্ষণ ক্রিজে অবস্থান করলেও খুব একটা সুবিধা করতে পারছিলেন না কেউই। অতপর মিরাজের করা ইনিংসের ১৫তম ওভারে ব্যক্তিগত ১২ রানে ফেরেন কুরান। একই ওভারে শূন্যরানেই আউট হন ক্রিস ওকস। ডাকেট ২৮, রেহান ১১ রান ও আর্চার শূন্যরানে আউট হন। ১ রানে আদিল রশিদ অপরাজিত থাকেন।

বাংলাদেশের পক্ষে মাত্র ১২ রানের খরচায় সর্বোচ্চ চারটি উইকেট নেন টাইগার স্পিনার মেহেদি হাসান মিরাজ। এছাড়া একটি করে উইকেট নেন চারজন বোলার।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম