শর্ত সাপেক্ষে ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দিল কেন্দ্রীয় ব্যাংক

স্টাফ রিপোর্টারঃ 

ডলারের দামের ওপর নিয়ন্ত্রণ আরও শিথিল করলো কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ডলারের দাম ব্যাংক গ্রাহক নির্ধারণ করবে। তবে এ ক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। বাজার নিয়ন্ত্রণের স্বার্থে কেন্দ্রীয় ব্যাংক শর্ত আরোপ করেছে। এর মাধ্যমে ডলারের দামকে কিছু নিয়ন্ত্রণের মধ্যে রেখে বাজারের ওপর ছেড়ে দেওয়া হলো। ফলে আইএমএফের অন্যতম একটি শর্ত পালন করা হলো।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে মঙ্গলবার রাতে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। আগামী ৫ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

এতে বলা হয়েছে, এখন থেকে বৈদেশিক মুদ্রা লেনদেনের অনুমোদিত ব্যাংক শাখাগুলো (এডি ব্রাঞ্চ) তাদের গ্রাহকদের সঙ্গে নিজেরা আলোচনা করে ডলারের দাম নির্ধারণ করবে। আগামী ৫ জানুয়ারি হতে বৈদেশিক মুদ্রা লেনদেনের অনুমোদিত শাখাগুলো প্রতিদিন দুইবার বৈদেশিক মুদ্রা কেনাবেচার তথ্য বাংলাদেশ ব্যাংককে পাঠাতে হবে। এক লাখ ডলারের বেশি কেনাবেচার তথ্য বেলা সাড়ে ১১টার মধ্যে বাংলাদেশ ব্যাংককে জানাবে। এ ছাড়া বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বৈদেশিক মুদ্রা কেনাবেচার তথ্য বিকেল সাড়ে পাঁচটার মধ্যে বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে। যা পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক নির্ধারিত ছক অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকে পাঠাবে।

আগামী ১২ জানুয়ারি থেকে কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রার কেনাবেচার তথ্যের ভিত্তিতে প্রতিদিনের একটি ভিত্তিমূল্য বা রেফারেন্স প্রাইস বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করবে।

একই সঙ্গে ডলার বাজার তদারকি করার জন্য বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার বাজারে হস্তক্ষেপ বিষয়ক একটি নীতিমালাও প্রকাশ করবে। ডলারসহ অন্যান্য বৈদেশিক মুদ্রার দাম বাজারভিত্তিক রাখতে এই নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করবে কেন্দ্রীয় ব্যাংক। যাতে বাজারভিত্তিক দামের সুবিধা নিয়ে কেউ বৈদেশিক মুদ্রা বাজারকে অস্থিতিশীল করে তুলতে না পারে।

এদিকে আইএমএফ সদ্য বিদায়ী বছরের মধ্যে ডলারের দাম বাজারভিত্তিক করার পরামর্শ দিয়েছে। এর অংশ হিসেবে গত সোমবার বৈদেশিক মুদ্রা লেনদেনকারী শীর্ষ ২৫ ব্যাংকের সঙ্গে একটি সভা করে বাংলাদেশ ব্যাংক। ওই সভায় কেন্দ্রীয় ব্যাংকের এসব পরিকল্পনার কথা জানানো হয়। এর আলোকে কেন্দ্রীয় ব্যাংক মঙ্গলবার রাতে একটি সার্কুলার জারি করে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ কিছু ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।

 

সবা:স:জু- ৫৯২/২৫

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

অনলাইন ডেস্কঃ

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা।

লেনদেনের সুবিধার্থে বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার ১৩ জানুয়ারি ২০২৫ বিনিময় হার তুলে ধরা হলো-

বৈদেশিক মুদ্রার নাম         বাংলাদেশি টাকা

ইউ এস ডলার             –       ১২১ টাকা ৯৮ পয়সা

ইউরোপীয় ইউরো        –      ১৩৪ টাকা ৫০ পয়সা

ব্রিটেনের পাউন্ড         –       ১৫৪ টাকা ৮৮ পয়সা

ভারতীয় রুপি             –        ১ টাকা ২৯ পয়সা

মালয়েশিয়ান রিঙ্গিত   –      ২৬ টাকা ৫০ পয়সা

সিঙ্গাপুরের ডলার       –       ৯১ টাকা ৪০ পয়সা

সৌদি রিয়াল             –         ২৯ টাকা ৪৫ পয়সা

কানাডিয়ান ডলার     –       ৮৯ টাকা ৩০ পয়সা

অস্ট্রেলিয়ান ডলার     –     ৮১ টাকা ৪০ পয়সা

কুয়েতি দিনার        –         ৩৯৬ টাকা ২৫ পয়সা

** যেকোনো সময় মুদ্রার বিনিময় হার পরিবর্তন হতে পারে।

সবা:স:জু- ৭৮৫/২৫

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন