৪৩তম বিসিএসের নতুন গেজেট বৈষম্যমূলক, প্রত্যাহার দাবি

স্টাফ রিপোর্টার: 

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের লোগো।

৪৩তম বিসিএসের নতুন গেজেট বৈষম্যমূলক অভিযোগ করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এ গেজেট বৈষম্যবিরোধী আন্দোলনের আকাঙ্ক্ষা বিরোধী বলে অভিযোগ করেছে সংগঠনটি।

বুধবার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ধরনের গেজেট প্রকাশের মধ্য দিয়ে ধর্মীয় বিদ্বেষপূর্ণ হীন মানসিকতার প্রতিফলন ঘটেছে, যা সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের আকাঙ্ক্ষার সম্পূর্ণ পরিপন্থী।

অনতিবিলম্বে বৈষম্যপূর্ণ গেজেট প্রত্যাহার করে ৪৩তম বিসিএসে বাদপড়া সকলকে অন্তর্ভুক্ত করে নতুন প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

গত সোমবার (৩০ ডিসেম্বর) ৪৩তম বিসিএসের নতুন গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে সরকারি চাকরিতে ক্যাডার হিসেবে নিয়োগের জন্য প্রথম পর্বে অন্তর্ভুক্ত ১৬৮ জনের নাম বাদ দেওয়া হয়। বাদ পড়া ১৬৮ জনের মধ্যে ৭১ জন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য।

 

সবা:স:জু- ৫৯৮/২৫

বিএনপির পার্টি অফিসে ভাংচুর অগ্নিসংযোগ

স্টাফ রিপোর্টার:

মেহেন্দিগঞ্জ উপজেলা পাতারহাট ঘোষ পট্টি বিএনপির পার্টি অফিসে ভাংচুর অগ্নি-সংযোগ করে, পংকজ দেবনাথ অনুসারী শাকিল বেপারী ও রাজিব সিকদার সহ আওয়ামী শতাধিক নেতাকর্মী।

১৫ই ডিসেম্বর ২০১৮ সালে আওয়ামী ছাত্রলীগ যুবলীগ সহ শতাধিক নেতাকর্মী বিএনপি পার্টি অফিসে হামলা করে, সাবেক সংসদ সদস্য পংকজ দেবনাথ ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম (ভুলু) অনুসারীরা প্রকাশ্যে হামলা চালায়, হামলায় নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাকিল বেপারী সাং বদরপুর, হামলা চালায় ছাত্রলীগ কর্মী রাজিব সিকদার ফেসবুকে মেসেজ দিয়ে ছাত্রলীগ নেতাদের জড়ো করে হামলা চালায়, হামলায় জড়িত রাজিব সহ অনেকে। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক আসাদুজ্জামান মুক্তা বাদী হয়ে মেহেন্দিগঞ্জ থানায় ৬৮ জনের নামে মামলা দায়ের করেন।

রাজিব সিকদার ছাত্রলীগ কর্মী,পিতা: রফিকুল ইসলাম রতন সিকদার (চৌকিদার) সাং চরলতা। উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাকিল বেপারী ঘনিষ্ঠ সহদর ছিলেন।

রাজিব সিকদার এলাকায় অরাজকতা সৃস্টি করেছেন ক্ষমতার প্রভাব দেখিয়ে চলতেন।
ক্ষমতার প্রভাবে হুমকি দিয়ে অর্থ হাতিয়ে নেওয়া সহ নারী কেলেঙ্কারি সাথে জড়িত ছিলেন।

ভুক্তভোগী ও এলাকা বাসীর দাবি, রাজিব সিকদার সহ বিএনপি পার্টি অফিসে যারা হামলা করেছেন, এলাকায় অরাজকতা সৃষ্টি করেছেন মেহেন্দিগঞ্জ থানা প্রশাসন তদন্ত করে তাদের গ্রেফতার করে ও উপযুক্ত শাস্তি আওতায় আনবেন।

 

সবা:স:জু- ২৮৭/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান ৭ বছরেই শত কোটি টাকার মালিক শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ নতুন ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন বাংলাদেশকে রাজস্ব ও আর্থিক খাত সংস্কার অব্যাহত রাখতে হবে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬১৯ ৩০ কোটি বছর আগে মহাকাশ থেকে ছুটে এসেছিল একটি বিশাল পাথর কুমিল্লায় হত্যার পর নারীর লাশ বেডশিট দিয়ে মুড়িয়ে খাটের নিচে রেখে গেল দুর্বৃত্তরা দীর্ঘদিন পর গাজায় একসঙ্গে জুমার নামাজ আদায় করলেন হাজারো ফিলিস্তিনি