স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের লোগো।
৪৩তম বিসিএসের নতুন গেজেট বৈষম্যমূলক অভিযোগ করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এ গেজেট বৈষম্যবিরোধী আন্দোলনের আকাঙ্ক্ষা বিরোধী বলে অভিযোগ করেছে সংগঠনটি।
বুধবার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ধরনের গেজেট প্রকাশের মধ্য দিয়ে ধর্মীয় বিদ্বেষপূর্ণ হীন মানসিকতার প্রতিফলন ঘটেছে, যা সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের আকাঙ্ক্ষার সম্পূর্ণ পরিপন্থী।
অনতিবিলম্বে বৈষম্যপূর্ণ গেজেট প্রত্যাহার করে ৪৩তম বিসিএসে বাদপড়া সকলকে অন্তর্ভুক্ত করে নতুন প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
গত সোমবার (৩০ ডিসেম্বর) ৪৩তম বিসিএসের নতুন গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে সরকারি চাকরিতে ক্যাডার হিসেবে নিয়োগের জন্য প্রথম পর্বে অন্তর্ভুক্ত ১৬৮ জনের নাম বাদ দেওয়া হয়। বাদ পড়া ১৬৮ জনের মধ্যে ৭১ জন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য।
সবা:স:জু- ৫৯৮/২৫
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.