সবুজ বাংলাদেশ ডেস্কঃ
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার সম্প্রচার সাময়িকভাবে বন্ধ করার নির্দেশ দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এক প্রতিবেদনে রয়টার্স এই তথ্য জানিয়েছে।
ওয়াফা নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, দেশটির সংস্কৃতি, স্বরাষ্ট্র ও যোগাযোগ মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত একটি কমিটি ফিলিস্তিনে আলজাজিরার কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্ত গাজা ভূখণ্ডে কার্যকর হবে না।
কেননা গাজা শাসন করে না ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
বিবৃতিতে বলা হয়, আলজাজিরা ফিলিস্তিনের অভ্যন্তরীণ বিষয়ে ভুল তথ্য ও উসকানিমূলক প্রতিবেদন প্রচার করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আলজাজিরার বিষয়ে এ সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে হামাস।
এর আগে গত বছরের সেপ্টেম্বরে পশ্চিম তীরের রামাল্লাহ শহরে আলজাজিরার ব্যুরোতে হামলা চালায় ইসরায়েল।
সেই সময় এটি বন্ধেরও নির্দেশ দেয়। তারও আগে, গত বছরের মে মাসে একটি আদেশ জারি করে নিজেদের দেশে কার্যক্রম পরিচালনা ও সম্প্রচার নিষিদ্ধ করে ইসরায়েল।
সবা:স:জু- ৬১৪/২৫
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.