স্টাফ রিপোর্টারঃ
তীব্র কুয়াশার কারণে প্রায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
শনিবার সকাল পৌনে ৮টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে নিশ্চিত করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
এর আগে শুক্রবার পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে রাত ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নদীতে চলাচলরত ফেরির দিক নির্দেশিকা বাতির (মার্কিং বাতি) আলো অস্পষ্ট হয়ে আসছিল।
এদিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়ার পর মাঝ পদ্মা নদীতে রো রো ফেরি মতিউর রহমান যাত্রী ও যানবাহন নিয়ে আটকে পড়ে। ফেরি চলাচল বন্ধ হওয়ায় উভয় ঘাট এলাকায় বেশ কিছু যানবাহন নৌপথ পারাপারের অপেক্ষায় থাকে। শনিবার (৪ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে নদীতে কুয়াশার তীব্রতা কমতে শুরু করায় পুনরায় ফেরি চলাচল শুরু হয়। মাঝ নদীতে আটকে থাকা ফেরি সকাল ৮টার দিকে তীরে এসে নোঙর করে এবং যাত্রী ও যানবাহন আনলোড করেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের এজিএম আব্দুস সালাম বলেন, দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাট এলাকায় বেশ কিছু যানবাহন নৌপথ পারাপারের অপেক্ষায় রয়েছে। অপেক্ষাকৃত যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী নৌপথ পার করা হচ্ছে।
সবা:স:জু- ৬২৫/২৫
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.