উম্মে রাহনুমা , জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদলের বর্তমান কমিটিকে বিলুপ্তির দাবিতে পদবঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভ আজ দশম দিনে গড়িয়েছে। তারা অভিযোগ করেছেন, বর্তমান কমিটি টাকার বিনিময়ে ছাত্রলীগ, শিবির, নেশাখোর ও ছিনতাইকারীদের অন্তর্ভুক্ত করে গঠিত হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আজ ক্যাম্পাসে অবস্থান কর্মসূচির অংশ হিসেবে পদবঞ্চিত নেতাকর্মীরা বর্তমান কমিটিকে লাল কার্ড প্রদর্শন করেন। তারা দাবি করেন, ছাত্রলীগ থেকে আগত নেতৃবৃন্দ দিয়ে গঠিত এই কমিটি জবি ছাত্রদলের আসল নিবেদিত কর্মীদের প্রতিনিধিত্ব করে না।
পদবঞ্চিত নেতারা বলেন, "দ্রুত সময়ের মধ্যে এই কমিটি বিলুপ্ত করে, ছাত্রদলের অতীত আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা নেতাকর্মীদের মধ্য থেকে নতুন কমিটি গঠন করতে হবে। এ কমিটি আমাদের কোনোভাবেই মান্য নয়।"
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবেক ২ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ সবুজ, পিয়ার আলী আল্লাহ হীরা, মিয়া রাসেল, মোহাম্মদ নাজমুল আলম, মারুফ আহমেদ, রাশেদুল ইসলাম রাহাত, সহ-সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন খান, ১ নম্বর সহ-সংগঠনিক সম্পাদক আরিফুল রহমান, সোলাইমান খান সাগর, আব্দুল আলিম, জিহাদুল ইসলাম জিহাদ, ওমর ফারুক, মাহবুব আলম, সাহিত্য প্রকাশনা সম্পাদক আব্দুস বয়মান শুক্কুর, তথ্য ও গবেষণা সম্পাদক রবিউল ইসলাম শাওন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মিরাজ হোসেন, সম্পাদক মেহেদী হাসান আখনসহ শতাধিক নেতাকর্মী।
তারা জানিয়েছেন, তাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে চলবে যতদিন না পর্যন্ত তাদের দাবির প্রতি সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব সমর্থন জানায় এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করে।
সবা:স:জু- ৬৩৬/২৫
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.