ঢাবি সাদা দলের নতুন নেতৃত্বকে অভিনন্দন জানালো জবি সাদা দল

উম্মে রাহনুমা ,জবি প্রতিনিধি

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাদা দলের নবনির্বাচিত নেতৃত্বকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাদা দল।

রবিবার (৫ জানুয়ারি) এক বিবৃতিতে জবি সাদা দলের সভাপতি অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইস উদ্দিন ঢাবি সাদা দলের নতুন কমিটির সাফল্য কামনা করেছেন।

ঢাবি সাদা দলের নতুন নেতৃত্বে আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। যুগ্ম আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম এবং অধ্যাপক ড. আবুল কালাম সরকার।

জবি সাদা দল তাদের বিবৃতিতে উল্লেখ করেছেন যে, ড. মোর্শেদ হাসান খান এর আগেও অত্যন্ত সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সাদা দলের নতুন নেতৃত্বের প্রতি আশাবাদ ব্যক্ত করে জবি সাদা দল মনে করে, এই কমিটি ন্যায়ের পক্ষে এবং শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

জবি সাদা দলের অভিনন্দন বার্তা বিবৃতিতে জবি সাদা দল জানায়, “আমরা গর্বিত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের সাদা দলের নেতৃত্বে অভিজ্ঞ এবং দক্ষ ব্যক্তিরা নির্বাচিত হয়েছেন। আমরা বিশ্বাস করি, নতুন নেতৃত্ব শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাদা দলের পক্ষ থেকে নতুন কমিটির প্রতি সমর্থন জানিয়ে আরও বলা হয়, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে নতুন নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ের অমূল্য ঐতিহ্য রক্ষা এবং শিক্ষকদের পেশাগত অধিকার প্রতিষ্ঠায় উদাহরণ সৃষ্টি করবে।”

জবি সাদা দল ঢাবি সাদা দলের সঙ্গে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সামনের দিনগুলোতে আরও শক্তিশালী ভূমিকা পালনের আশা ব্যক্ত করেছে। নতুন নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়ে তারা একত্রে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।

 

সবা:স:জু- ৬৪৮/২৫

মেঘনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের চিকিৎসায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ প্রয়োগ

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বিরুদ্ধে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দিয়ে চিকিৎসা সেবা দেওয়ার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত (১৪ অক্টোবর) শনিবার ১৬ মাসের শিশু সোয়াদকে ঠান্ডা জনিত সমস্যায় হাসপাতালের বহিঃ বিভাগে চিকিৎসা নিতে গেলে কর্ব্যরত চিকিৎসক ওষুধের পাশাপাশি নেবুলাইজার দেওয়ার জন্য প্রেসক্রিপশনে লিখে দেন। ডাক্তারের নির্দেশ অনুযায়ী নেবুলাইজার দেওয়ার জন্য শিশুটিকে তার মা জরুরি বিভাগে নিয়ে গেলে তখনকার কর্তব্যরত ইমরান হোসেন (এসএসিএমও) শিশু সোয়াদকে নেবুলাইজার দেওয়ার জন্য ওয়ার্ডবয় জাকির হোসেনকে নির্দেশ দিলে জাকির ০.৫ সিসি ইপ্রাট্রোপিয়াম ব্রোমাইড (ইপ্রাটপ) এর মাধ্যমে সোয়াদসহ আরো কয়েকজন ঠান্ডা জনিত রুগীকে নেবুলাইজার দেওয়ার ব্যবস্থা গ্রহণ করে।

পরে ২৫ অক্টোবর টিকিট কেটে শিশু সোয়াদকে চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী জরুরি বিভাগে নিলে একই ব্যক্তিরা সোয়াদকে নেবুলাইজার প্রয়োগ করতে গেলে টেবিলে রাখা ওষুধের দিকে চোখ যায় সোয়াদের মায়ের। ওষুধের বোতলের মোড়কে লেখা মেয়াদে দেখে, চলতি বছরের জুলাই মাস পর্যন্ত ওষুধের মেয়াদ শেষ। তাৎক্ষনিক শিশুর চিকিৎসা না নিয়ে সঙ্কিত হয়ে পড়ে শিশুটির মা।

এ বিষয়ে ইমরান হোসেন (এসএসিএমও) এর নিকট সত্যতা সম্পর্কে জানতে চাইলে তিনি ওষুধের মেয়াদ নেই মর্মে সত্যতা স্বীকার করে বলেন, কোন বিষয়ে বক্তব্য দিতে হাসপাতালের প্রধান কর্মকর্তার অনুমতি ছাড়া দেওয়া নিষেধ। এ শিশু সোয়াদের মায়ের কাছে জানতে চাইলে তিনি বলেন বাচ্চা বর্তমানে কিছুটা ভালো কিন্তু আমি ও আমার পরিবার শঙ্কিত।

এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়মা রহমানের নিকট জানতে চাইলে তিনি বলেন, মেয়াদ উত্তীর্ণ ওষুধ সরিয়ে নেওয়া হয়েছে এবং কর্তব্যরতদের বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম