চাঁদপুরে নদী থেকে মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ধনাগোদা নদী থেকে অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলার কালির বাজারসংলগ্ন ধনাগোদা নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করে বেলতলী ফাঁড়ির নৌ পুলিশ।

স্থানীয়রা জানান, গতকাল দুপুরে দাউদকান্দি উপজেলার বাজার খোলার এক পথচারী শ্রী রায়েরচর ব্রিজ থেকে দেখেন নদীতে মরদেহ ভাসছে। তিনি বিষয়টি পুলিশকে অবহিত জানায়।

খবর পেয়ে মতলব উত্তর উপজেলার বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিঠুন বালা, এএসআই মানিকসহ সঙ্গীয় ফোর্স টলারযোগে শ্রী রায়েরচর ব্রিজসংলগ্ন নদীতে মরদেহ খুঁজতে থাকে। পরে কালির বাজার লঞ্চঘাটের দক্ষিণে ধনাগোদা নদীর মাঝখানে থেকে মরদেহ উদ্ধার করে।

পুলিশ ধারণা, উদ্ধার হওয়া মরদেহটি ২৪ থেকে ২৫ বয়সী যুবকের। শরীরে পচন ধরেছে। এখন পর্যন্ত যুবকের পরিচয় পাওয়া যায়নি।

বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মুজাম্মেল হক বলেন, এখন পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

সবা:স:জু- ৬৬৯/২৫

রমজান উপলক্ষে টিসিবির কার্যক্রম শুরু

মোঃ সোহেল মোল্লা, স্বরুপকাঠি প্রতিনিধিঃ

আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে সারা দেশের ন্যায় পিরোজপুরেও আজ থেকে সরকার নিম্ন আয়ের মানুষের মধ্যে স্বল্প মূল্যে টিসিবির এ পণ্য বিক্রি শুরু করেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার পানির ট্যাংকির পাশে জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম জাহানসহ বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দ। প্রতি কেজি চিনি ৬০ টাকা, মসুর ডাল ৭০ টাকা, সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকা, ছোলা বুট প্রতি কেজি ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। অল্প দামে এসব পণ্য পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ।

বর্তমান সরকার নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে এ সব পন্য সরবরাহ করছেন যাতে মানুষ স্বস্তিতে থাকতে পারে। আর এগুলোর সুষ্ঠ সরবরাহ নিশ্চিত করতে তৎপর স্থানীয় প্রশাসন বলে জানান জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমান। পিরোজপুরের সাতটি উপজেলায় পর্যায়ক্রমে ৭৭ হাজার ৫০১ জনকে দুইবার করে এসব পণ্য বিতরণ করা হবে ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান