ফরিদপুরের ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলা সদরের গেরদা ইউনিয়নের কাফুরা রেলগেটে। দুর্ঘটনায় গুরুতর আহত কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, ফরিদপুর থেকে ঢাকাগামী ট্রেনটি রেলগেট পার হওয়ার সময় মাইক্রোবাসটি লাইনের ওপর উঠে পড়লে সংঘর্ষ হয়। মাইক্রোবাসটি ট্রেনের ধাক্কায় প্রায় ৫০ গজ দূর পর্যন্ত ছিঁচড়ে গিয়ে পাশের একটি পুকুরে পড়ে যায়।
এই দুর্ঘটনার সময় সেখানে কোনো গেইটম্যান বা রেল ক্রসিংবার ছিল না, যা স্থানীয়দের অভিযোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। তারা জানান, রেল ক্রসিং না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন এবং উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।
এদিকে, স্থানীয়রা দাবি করছেন, রেল গেটের সঠিক ব্যবস্থা না থাকায় এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, যা প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে।
সবা:স:জু- ৬৮৮/২৫
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.