ষড়যন্ত্র শিকার হয়ে ছাত্রহত্যা মামলার আসামি যুবদল নেতা

আলী রেজা রাজু:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার অদূরে সাভার আলোচিত নাম,এবং ঢাকা এ উপকন্ঠে সাভারেই সবচেয়ে বেশি ছাত্র-জনতা হত্যা হয়েছে।মামলার বাণিজ্যের কথাও বারবার বিভিন্ন গণমাধ্যমের শিরোনাম হয়ে উঠে এসেছে।
একশ্রাণীর মামলাবাজ সিন্ডিকেটরা প্রসাশনের সাথে মিলেমিশে নিরপরাধ মানুষদের মামলায় ফাঁসিয়ে অর্থ বানিজ্যের কথা উঠে এসেছে।
সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি তাজুল ইসলাম কে ছাত্র হত্যার মিথ্যা মামলার শিকার তাজুল ইসলাম। বিভিন্ন সময় বিএনপি সবধরনের কর্মসূচিতে অংশগ্রহণ ছিল তার।
ওয়ার্ড বিএনপির সিনিয়র সভাপতি জহিরুল ইসলাম জহির বলেন,তাজু আমাদের যুবদল নেতা সে আমার সাথে
বিভিন্ন প্রগ্রামে অংশ নিয়েছে।
সরকারের থেকে বারবার বলা হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহণ করতে নিরপরাধ মানুষের যাতে হেনস্থা না করা হয়।
এদিকে তাজুল ইসলামকে এই মামলায় গ্রেফতার করেছিল র‍্যাব এবং জামিন নিয়ে এখন মামলা মোকাবিলা করতে হচ্ছে তার।
এলাকাবাসী জানান,তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মামলা দেওয়া হয়েছে সে সম্পূর্ণ নির্দোষ।
মামলার বাদীর সাথে যোগাযোগ করার চেষ্টা করে সম্ভব হয়নি।
এ বিষয় সাভার থানা পুলিশ একটি সুত্র জানান,নির্দোষ ব্যক্তিদের নাম আমরা তদন্ত সাপেক্ষে বাদ দিয়ে চূড়ান্ত রিপোর্ট দিবো।

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অব্যাহতি পেলেন পিনাকী ভট্টাচার্য

স্টাফ রিপোর্টার॥

শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামলে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চক্রান্তে জড়িত থাকার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় আলোচিত অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য ও ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিককে অব্যাহতি দিয়েছেন ট্রাইব্যুনাল। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম মামলাটির অভিযোগপত্র আমলে গ্রহণ না করে এ আদেশ দেন।
আজ সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত ৯ অক্টোবর এ মামলাটির অভিযোগপত্র আমলে গ্রহণের জন্য দিন ধার্য ছিল। তবে বিচারক অভিযোগপত্র পর্যালোচনা শেষে অপরাধ আমলে গ্রহণ না করে পিনাকীসহ দুজনকে অব্যাহতি দেন।

এর আগে ২০২২ সালের ১৫ অক্টোবর রাজধানীর রমনা থানায় পিনাকী ভট্টাচার্যসহ তিনজনের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের উপপরিদর্শক এম আব্দুল্লাহিল মারুফ বাদী হয়ে এ মামলা করেন।

এ মামলায় মফিজুর রহমান ও মুশফিকুল ফজল আনসারী নামের অপর দুজনকে আসামি করা হয়। তদন্ত শেষে গত ৭ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা সিটিটিসির উপ-পরিদর্শক মোহাম্মদ রাহাত হোসেন পিনাকীসহ দুজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপ প্রেসসচিব মুশফিকুল ফজল আনসারীকে মামলার দায় থেকে অব্যাহতির আবেদন করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্ট ২০২২ সালের ১৪ অক্টোবর নজরে আসে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম বিভাগের। ওই পোস্টে পুলিশ সদস্যদের সম্পর্কে বিকৃত তথ্য প্রচারের অভিযোগ আনা হয়। ফেসবুকে ওই পোস্টের সূত্র ধরে ওই বছরের ১৫ অক্টোবর পল্লবীর বাসা থেকে মফিজুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে পুলিশ মফিজুরের দুটি মোবাইল ফোন জব্দ করে। সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের উপপরিদর্শক কে এম আবদুল্লাহ হিল মারুফ মামলায় অভিযোগ করেন, আসামি মফিজুর রহমান তার ভুয়া ফেসবুক আইডির মেসেঞ্জারের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। এই তালিকায় আছেন পিনাকী ভট্টাচার্য ও মুশফিকুল ফজল আনসারী। মিরপুরে পুলিশ বাহিনীর একটি অভিযানের ঘটনাকে বিকৃতভাবে প্রচার করা হয়। সেই তথ্য ও ছবি পাঠানো হয় পিনাকী ভট্টাচার্যের ফেসবুক মেসেঞ্জারে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি