উদ্ধার হওয়া হনুমানের ঠাঁই হলো গাজীপুর সাফারি পার্কে

অনলাইন ডেস্কঃ

ঢাকার কাজলা ব্রিজে অভিযান চালিয়ে ৮টি বিপন্ন প্রজাতির মুখপোড়া হনুমান উদ্ধার করেছে বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। উদ্ধার হওয়া সেই হনুমান সাফারি পার্ক গাজীপুরে হস্তান্তর করা হয়েছে।

বুধবার দুপুরে সাফারি পার্ক গাজীপুরে উদ্ধার হওয়া ৮টি বিপন্ন প্রজাতির মুখপোড়া হনুমান হস্তান্তর করেন বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা।

বৃহস্পতিবার সকালে সাফারি পার্ক গাজীপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক এসি এফ মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বিপন্ন প্রজাতির ৮টি মুখপোড়া হনুমান বুঝিয়ে দিয়েছেন বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা। মুখপোড়া হনুমানগুলো পার্কের বিশেষ বেষ্টনীতে রাখা হয়েছে।’

বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক নিগার সুলতানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে ঢাকার কাজলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করা হয়। এ সময় ট্রাকে থাকা বিপন্ন প্রজাতির ৮টি মুখপোড়া হনুমান উদ্ধার করা হয়। এ সময় দুজনকে আটক করা হয়।’

তিনি আরও জানান, ‘অভিযুক্তরা হনুমানগুলো চট্টগ্রাম থেকে কুষ্টিয়ায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমিন আক্তারের তত্ত্বাবধানে উদ্ধার হওয়া বিপন্ন প্রজাতির মুখপোড়া হনুমানগুলো সাফারি পার্ক গাজীপুরে হস্তান্তর করা হয়েছে।’

 

সবা:স:জু- ৭১৪/২৫

লাল-সবুজে তারকাদের বিজয়োৎসব

স্টাফ রিপোর্টার : 

আজ মহান বিজয় দিবস। ঐতিহাসিক এ দিনটি উদযাপনে মেতে ওঠেছে এ দেশের মানুষ। সর্বস্তরের মানুষ শহিদদের শ্রদ্ধা জানিয়ে বিজয় দিবস উপযাপন করছেন। সাধারণ জনগণের পাশাপাশি তারকারাও বিজয়োৎসবে মেতেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে আসছে তারকাদের বিজয়োল্লাস। বিদ্যা সিনহা মিম, শবনম বুবলী, জিয়াউল ফারুখ অপূর্ব, শবনম ফারিয়ারা প্রকাশ করেছেন নিজেদের ভাবনা। সবাইকে জানিয়েছেন মহান বিজয়ের শুভেচ্ছা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল সবুজের পতাকা দুহাতে তুলে ধরে নিজের ফেসবুকে মিম লিখেছেন, ‘মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

শবনম ফারিয়া লেখেন, ‘এই দেশের মানুষ চিরকাল গর্ববোধ করবে যে দিনটির জন্য, আজকে সেই দিন, ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। আজ এই বিজয়ের আনন্দের দিনে গভীর কৃতজ্ঞতা ও পরম শ্রদ্ধায় স্মরণ করছি দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর সন্তানদের। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

অপূর্ব লিখেছেন, ‘আমার বাংলাদেশ, আমার সার্বভৌমত্ব, আমার সার্বভৌমত্বের প্রতীক, আমার পরিচয়, আমার অহংকার। সবাইকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা।’

সন্তান বীরকে সঙ্গে নিয়ে বিজয়ের আনন্দে মেতেছেন বুবলী। তিনি লিখেছেন, ‘সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা, বিনম্র শ্রদ্ধা সকল বীর শহীদদের প্রতি।’

পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ এবং বাংলাদেশ বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হওয়ার মুহূর্তকে স্মরণ করে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে আজ বিজয় দিবস উদযাপন শুরু হয়।

বিজয় দিবস উপলক্ষ্যে সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধের শহীদ স্মৃতিস্তম্ভে প্রথমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং এরপর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পুষ্পস্তবক করেন। এরপর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে স্মৃতিসৌধ পুষ্পস্তবক অর্পণের জন্য উন্মুক্ত করা হয়।

 

সবা:স:জু- ৩৭০/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের