রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানালো আমিরাত

সবুজ বাংলাদেশ ডেস্কঃ

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানী ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ২০২৫ সালের পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ।

আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির এই চেয়ারম্যান বলেছেন, আগামী ১ মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ আর মাত্র সাত সপ্তাহের অপেক্ষার পরই শুরু হবে ইবাদতের মাস রমজান।

বিশ্বের বেশিরভাগ দেশেই খালি চোখে বা আধুনিক যন্ত্র ব্যবহারের মাধ্যমে রমজান মাস শুরুর তারিখ ঘোষণা করে থাকে। কিছু দেশে দিন ক্যালেন্ডার গণনার মাধ্যমে আগে থেকেই দিন তারিখ নির্ধারণ করা  থাকে।

আরবি ১২ মাসের মধ্যে নবমতম মাস হলো রমজান। এই মাসটিতে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থেকে রোজা রাখেন বিশ্বের সব মুসলিম। এছাড়া এই মাসটি অন্যান্য ইবাদত ও দান সদকা দেওয়ার মাধ্যমে কাটান তারা।

এবারের রমজান মাসটি যদি ২৯ দিনের হয়। তাহলে আগামী ৩০ মার্চ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় ঈদুল ফিতর পালিত হবে। অপরদিকে ৩০ দিনের হলে ৩১ মার্চ হবে ঈদ।

 

সবা:স:জু- ৭৬৪/২৫

বর্ণাঢ্য আয়োজনে একুশে ফেব্রুয়ারি পালন করবে বিজেপি

 

নিজস্ব প্রতিবেদক:

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রতিবেশী দেশ ভারত সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এ দিবস পালন করা হয়। দেশের সকল রাজনৈতিক দল ও সাধারণ জনগণ এ দিবস প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় পালন করে আসছে। এবার বর্ণাঢ্য আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। এ লক্ষ্যে বিজেপি’র সকল অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতা থেকে শুরু করে কর্মীদের নির্দেশনা দিয়েছেন দলের চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

জানা গেছে, একুশে ফেব্রুয়ারি সকাল ১০ টায় বিজেপির রাজনৈতিক কার্যালয় নয়া পল্টন থেকে একটি বিশাল র্যালি কাকরাইল মোর, পল্টন মোর ও দৈনিক বাংলা হয়ে কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হবে। এর আগে যাদের আত্মত্যাগের বিনিময়ে বাঙ্গালী জাতি মহান মাতৃভাষা পেয়েছেন তাদের জন্য দোয়া ও শ্রদ্ধা জানানো হবে। দিবস টি উৎযাপন করতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিজেপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হবেন বলে জানান বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম।

সাইফুল ইসলাম জানান, দলের চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের নির্দেশে শুধু ঢাকায় বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতে দাওয়াত দেওয়া হয়েছে। বিজেপি সহ, দলের অঙ্গ সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয় যুব সংহতি, বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ, বাংলাদেশ জাতীয় শ্রমিক পার্টি, বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি, বাংলাদেশ জাতীয় মহিলা পার্টির নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। এসব দলের কোন একাধিক পোস্টার ব্যানার থাকবে না র্যালিতে। শুধু একটি করে প্রতিটি অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানার থাকবে বলে জানান বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম।

উল্লেখ্য, বিএনপির জোটে থাকা বিজেপি গত দুই বছর আগে জোট ত্যাগ করে নিজেদের দল শক্তিশালী করতে মাঠে নামেন। এর মধ্যে ঢাকা সহ সারা দেশে কমিটি দেওয়া প্রায়ই শেষ পর্যায়ে। এটি বিজেপির প্রথম একক সমাবেশ হতে চলছে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। এমনকি র্যালিতেও তিনি স্ব শরীরের উপস্থিত থাকবেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের