চট্টগ্রামে দুই সন্তানের মাকে হত্যা, গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রামের ফটিকছড়িতে আনিকা আক্তার (২৫) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই নারীর মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১২ জানুয়ারি) রাতে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার এলাকার সোনা মিয়া হাজীর বাড়ি থেকে আনিকার লাশ উদ্ধার করে পুলিশ।

আনিকা ওই এলাকার নাজিম উদ্দিনের মেয়ে এবং লক্ষ্মীপুর জেলার প্রবাসী মো. মুরাদের স্ত্রী। তার ৪ মাস বয়সী মেয়ে এবং ৬ বছর বয়সী ছেলে রয়েছে। নিহত আনিকা বাপের বাড়িতে থাকতেন।

স্থানীয়রা জানান, রোববার দুপুর থেকে তাদের ঘরের দরজা বন্ধ পেয়ে সবার সন্দেহ হয়। পরে কয়েকজন ঘরে ঢুকে আনিকার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। শরীরের রয়েছে বিভিন্ন স্থানে কোপের চিহ্ন। পরে এলাকাবাসী খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। সেসময় ঘরে আনিকার মা ছাড়া কাউকে পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী বলেন, মেয়েটিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত মেয়ে এবং তার মায়ের মানসিক সমস্যা আছে বলে শুনেছি। এ ব্যাপারে প্রশাসন ব্যবস্থা নেবে।

ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুল হক বলেন, আনিকা ও তার মায়ের মধ্যে সবসময় ঝগড়া লেগেই থাকতো। রোববার একপর্যায়ে তার মা তাকে একাধিক ছুরিকাঘাত করার পর মেয়েটি সেখানেই মারা যায়। এ ঘটনায় মাকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ উদ্ধারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সবা:স:জু- ৭৮৪/২৫

কুমিল্লার বরুড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা

কুমিল্লার বরুড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা

মোঃ মহিবুল্লাহ ভূঁইয়া, (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লা বরুড়ায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় বরুড়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং’র সভাপতিত্বে বক্তব্য দেন বরুড়া উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রধান ডাঃ সাজেদুর রহমান, বরুড়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) সঞ্জয় চন্দ্র সরকার , উপজেলা যুবউন্নয়ন অফিসার মোঃ বোরহান উদ্দিন ভুঁইয়া, সহকারী যুবউন্নয়ন অফিসার মোঃ ইলিয়াছ মিয়া।

উপস্থিত প্রশিক্ষক বৃন্দরা বলেন, তামাক ব্যবহার বা ধূমপান অত্যান্ত ক্ষতিকারক, যা কার্যত মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত দেহের প্রতিটি অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে। ধূমপানে বিষপান, সবারই জানা, তবু বহু মানুষ ধূমপান। বাইরে থেকে দেখলে যদিও বোঝা যায় না, কিন্তু ভেতরে ভেতরে ধূমপানে নিঃশেষ হতে পারে প্রতিটি অঙ্গ প্রতঙ্গ ধূমপানের ক্ষতিকরে, তামাক সেবন কিংবা ধূমপান মারাত্মক ক্ষতিকর ও বিপজ্জনক অভ্যাস। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ সম্পর্কে জানে না এমন লোক খুঁজে পাওয়া কঠিন।

বিশ্বজুড়ে বহু রোগের কারণে মৃত্যু হলেও ধূমপান তামাক জাত দ্রব্য মানুষকে পরিপূর্ণ বয়সের আগেই মৃত্যুর দিকে টেনে নেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৯ সালের একটি পরিসংখ্যান থেকে জানা যায়, বিশ্বের প্রায় ৮৭ লাখ মানুষ সরাসরি তামাক সেবনে মৃত্যুবরণ করে। বাংলাদেশের ৩৫ শতাংশের বেশি মানুষ তামাকজাত দ্রব্য বিশেষ করে বিড়ি, সিগারেট, জর্দা, সাদা পাতায় আসক্ত এবং তামাকের কারণে বছরে প্রাণহানি ঘটে প্রায় ১ লাখ ৬১ হাজার মানুষের।

এই প্রশিক্ষণ কর্মসূচী ধূমপান ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করে এবং মানুষকে এই আসক্তি থেকে দূরে থাকতে উৎসাহিতকরণে আজকের এই তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা

বক্তারা আরো বলেন তামাক অত্যন্ত নেশাদায়ক। দুইভাবে মানুষ তামাক ব্যবহার করে। যেমন-ধোঁয়াহীন তামাক জর্দা, গুল, সাদা পাতা, নাকে নস্যি ইত্যাদি। আরেকটি হচ্ছে ধোঁয়াযুক্ত তামাক সিগারেট, বিড়ি, চুরোট হিসাবে ব্যবহৃত হয়। ইদানিং আবার ই – সিগারেট ব্যবহৃত হচ্ছে। যা ধুমপায়ুদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর, ধূমপানের ফলে ধীরে ধীরে মানুষের আয়ু কমতে থাকে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম