কেরানীগঞ্জ খোলামোড়া লঞ্চঘাট টার্মিনাল টোল মুক্তির দাবিতে মানব বন্ধন

জাহিদ হোসেন:
ঢাকার কেরানীগঞ্জে খোলামোড়া, সোয়ারীঘাট লঞ্চ ও নৌকা ঘাটের দীর্ঘ ২৫ বছরের টোল শোষনের অতিষ্ট হয়ে মানববন্ধনের আয়োজন করেছেন স্থানীয় বাসিন্দা,ব্যাবসায়ী এবং যাত্রীরা।এর আগে গত২৪-১১-২০২৪ইং তারিখে ঘাটের টোল মুক্তি চেয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের বরাবর একটি গণস্বাক্ষর যুক্ত অবেদন জমা দেন স্থানীয় বাসিন্দা, ছাত্র জনতা এবং যাত্রী কল্যাণকর সমন্বয়ক কমিটির প্রতিনিধিরা কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো প্রশাসনিক ব্যাবস্থা না নেওয়াতে মানববন্ধন করেন স্থানীয় বাসিন্দা ব্যাবসায়ী এবং যাত্রীরা।মানববন্ধনে অংশ গ্রহন কারীরা জানান খোলা মোড়া ঘাট ও সোয়ারী ঘাট প্রবেশ পথে প্রত্যেক যাত্রীর কাছ থেকে ৫ টাকা করে প্রবেশ মূল্য আদায় করে নিচ্ছে এবং লঞ্চ মালিকরাও নিজেদের খেয়াল খুশি মতো লঞ্চের ভাড়া বৃদ্ধি করে আদায় করে নিচ্ছে । কোন কোন যাত্রীর সাথে থাকা পন্যের অতিরিক্ত চার্জ বা ফি নিজেদের ইচ্ছে মতো আদায় করে নেয় ঘাট উজারাদার । আমরা সাধারণ যাত্রীরা প্রায় ২৫-৩০ বছর যাবৎ প্রবেশ মূল্য ও সাথে থাকা পণ্যের চার্জ বা ফি ঘাট ইজারাদারের হিসাব মোতাবেক দিয়ে আসছি। বিআইডব্লিউটিএ এর নির্ধারিত প্রবেশ মূল্য ও কোন কোন পন্যের ফি বা চার্জ আজ অবধি সাধারণ যাত্রীগণ জানতে পারেনি। পন্যের চার্জ বা ফি অতিরিক্ত হওয়ায় যাত্রীগণ অপারগতা জানালে তাদের সাথে চরম দূর্ব্যবহার করা হয। কোন রকম প্রতিবাদ করার সাহস কেউ পায় না।

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৫ জনেরই মৃত্যু

স্টাফ রিপোর্টার:

গাজীপুরের জয়দেবপুরের মোগলখাল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল রবিবার রাত ১১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই-ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) ১০ বছর বয়সী তানজিলা মারা যায়। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। এই নিয়ে একই ঘটনায় দগ্ধ ৫ জনের সবাই মারা গেলেন।

এর আগে, রবিবার সকালে ৩৫ বছর বয়সী পারভীন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের ৩২ শতাংশ দগ্ধ হয়েছিল।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গাজীপুরের জয়দেবপুর থেকে দগ্ধ অবস্থায় মোট পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছিল। শনিবার ২৮ শতাংশ দগ্ধ অবস্থায় এক বছর বয়সী শিশু আয়ান মারা যায়। তার আগে, সোমবার ৯০ শতাংশ দগ্ধ নিয়ে সিমা আক্তার (৩০) এবং মঙ্গলবার ৯৫ শতাংশ দগ্ধ নিয়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তাসলিমা (৩০) মারা যান।

গত ২৭ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে গাজীপুরের জয়দেবপুরে এই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধদের ওই রাতেই উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছিল।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম