জাহিদ হোসেন:
ঢাকার কেরানীগঞ্জে খোলামোড়া, সোয়ারীঘাট লঞ্চ ও নৌকা ঘাটের দীর্ঘ ২৫ বছরের টোল শোষনের অতিষ্ট হয়ে মানববন্ধনের আয়োজন করেছেন স্থানীয় বাসিন্দা,ব্যাবসায়ী এবং যাত্রীরা।এর আগে গত২৪-১১-২০২৪ইং তারিখে ঘাটের টোল মুক্তি চেয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের বরাবর একটি গণস্বাক্ষর যুক্ত অবেদন জমা দেন স্থানীয় বাসিন্দা, ছাত্র জনতা এবং যাত্রী কল্যাণকর সমন্বয়ক কমিটির প্রতিনিধিরা কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো প্রশাসনিক ব্যাবস্থা না নেওয়াতে মানববন্ধন করেন স্থানীয় বাসিন্দা ব্যাবসায়ী এবং যাত্রীরা।মানববন্ধনে অংশ গ্রহন কারীরা জানান খোলা মোড়া ঘাট ও সোয়ারী ঘাট প্রবেশ পথে প্রত্যেক যাত্রীর কাছ থেকে ৫ টাকা করে প্রবেশ মূল্য আদায় করে নিচ্ছে এবং লঞ্চ মালিকরাও নিজেদের খেয়াল খুশি মতো লঞ্চের ভাড়া বৃদ্ধি করে আদায় করে নিচ্ছে । কোন কোন যাত্রীর সাথে থাকা পন্যের অতিরিক্ত চার্জ বা ফি নিজেদের ইচ্ছে মতো আদায় করে নেয় ঘাট উজারাদার । আমরা সাধারণ যাত্রীরা প্রায় ২৫-৩০ বছর যাবৎ প্রবেশ মূল্য ও সাথে থাকা পণ্যের চার্জ বা ফি ঘাট ইজারাদারের হিসাব মোতাবেক দিয়ে আসছি। বিআইডব্লিউটিএ এর নির্ধারিত প্রবেশ মূল্য ও কোন কোন পন্যের ফি বা চার্জ আজ অবধি সাধারণ যাত্রীগণ জানতে পারেনি। পন্যের চার্জ বা ফি অতিরিক্ত হওয়ায় যাত্রীগণ অপারগতা জানালে তাদের সাথে চরম দূর্ব্যবহার করা হয। কোন রকম প্রতিবাদ করার সাহস কেউ পায় না।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.