কেরানীগঞ্জে পল্লী বিদ্যুতের গণ শুনানি অনুষ্ঠিত

জাহিদ হোসেন:
অদ্য ২৯ জানুয়ারী রোজ বুধবার কেরানীগঞ্জের রুহিতপুরে রামেরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির ৪ এর নিরাপদ বিদ্যুৎ ব্যবহার বিষয়ক গনশুনানী অনুষ্ঠিত হয়। রহিতপুর সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোস্তাকিম ফয়সাল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ পল্লী বিদ্যুতের সহকারী জেনারেল ম্যানেজার (সদস্য সেবা) জনাব মোঃ মিজানুর রহমান। উক্ত অনুষ্ঠানে রুহিতপুর এলাকার বিভিন্ন ব্যবসায়ী ও গ্রাহক গন উপস্থিত ছিলেন। তারা পল্লী বিদ্যুতের এ আয়োজনকে সাধুবাদ জানান। ভবিষ্যতে যাতে এ ধরনের আয়োজন যাতে চলমান থাকে এ বিষয়ে অনুরোধ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি ৪ বাংলাদেশের পল্লী বিদ্যুৎ সমিতি গুলোর মধ্যে একটি রোল মডেল। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দেয়ার জন্য তার কর্মীরা দিনরাত নিরলস পরিশ্রম করা যাচ্ছে। তিনি গ্রাহকদের বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহারে উদ্বুদ্ধ করেন। গ্রাহক যাতে দালাল ছাড়া নিজে নিজে অফিসে আসেন সে বিষয়ে উদ্বুদ্ধ করেন। সভাপতি জনাব মোস্তাকিম ফয়সাল বলেন বিদ্যুৎ একটি রাষ্ট্রীয় সম্পদ। এ সম্পদ রক্ষা করা সকলের দায়িত্ব। অবৈধ বিদ্যুৎ ব্যবহার রোধে সকলের সহযোগিতার অনুরোধ করেন। তিনি আরো বলেন গ্রাহক সেবায় আমরা বদ্ধপরিকর। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আরো উন্নত ও সেবা সহজিকরণের জন্য তারা কাজ যাচ্ছেন। নতুন সংযোগ প্রত্যাশীদের জন্য অনলাইনে ঘরে বসে আবেদন করার পরামর্শ দেন। উক্ত অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুতের এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর জনাব সাইয়েদ মুস্তাইন বিল্লাহ ও ওয়ারিং পরিদর্শক মোঃ মেহেদী হাসান।

বহিষ্কারের পরও চাঁদাবাজি সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

বহিষ্কারের পরও চাঁদাবাজি সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

পিরোজপুর সংবাদদাতা:

চাঁদাবাজির মামলায় পিরোজপুর জেলা যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক মারুফ হাসান ওরফে মারুফ পোদ্দারকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) বিকেলে পুলিশের যৌথ অভিযানে মারুফের মালিকানাধীন পিরোজপুর শহরের আবাসিক বিলাস হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে চাঁদাবাজির অভিযোগে জুয়েল শেখ নামে এক বালু ব্যবসায়ী মারুফসহ ৫ জনের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় একটি মামলা করেন। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল ইসলাম মারুফকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর মারুফ বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজি করে আসছিলেন। এ ঘটনায় মারুফকে তার দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়। এতে দমে না গিয়ে তিনি নিয়মিত বেপরোয়াভাবে চাঁদাবাজি করে আসছিলেন। মামলার এজাহার সূত্রে জানা যায়,মারুফ কিছুদিন ধরে জুয়েল ও তার ব্যবসায়িক সহযোগী রিপনের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এছাড়া প্রতি মাসে নিয়মিত তাদের কাছে আরও ১ লাখ টাকা চাঁদা দাবি করেন তিনি। চাঁদা দিতে অস্বীকার করায় তাদের মারধর ও খুন-জখমের হুমকি দিয়ে আসছিলেন মারুফ। তারা বিষয়টি বিএনপির সিনিয়র নেতারাসহ স্থানীয়দের জানালে মারুফ তাদের ওপর আরও ক্ষিপ্ত হন।

পরবর্তীতে গত ৫ আগস্ট দুপুরে মারুফের নেতৃত্বে মিরন ও মিলন নামের ২ যুবকসহ অজ্ঞাতপরিচয় আরও ২-৩ জন হাতে চাইনিজ কুড়াল, দা, লাঠি, হকিস্টিক, লোহার রড ও দেশীয় অস্ত্রসহ বলেশ্বর ব্রিজ সংলগ্ন জুয়েলের মালিকানাধীন মেসার্স রুমু এন্টারপ্রাইজ অফিসের সামনে তাদের দুই জনের কাছে পূর্বের দাবিকৃত ৫ লাক টাকা চাঁদা চান। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হকিস্টিক দিয়ে জুয়েলকে এলোপাতাড়ি পেটানো শুরু করেন। এসময় তার ব্যবসায়িক সহযোগী রিপন তাকে উদ্ধারের চেষ্টা করলে মারুফ, মিরন ও মিলনসহ অন্যরা তাদের কিল-ঘুষি,লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। নিজেকে রক্ষার জন্য জুয়েল দৌড়ে নিজের অফিসের মধ্যে প্রবেশ করলে, হামলাকারীরা সেখানে গিয়ে অফিসের দরজা বন্ধ করে চাঁদার দাবিতে তার হাত-পা বেঁধে পুনরায় এলোপাথাড়ি মারধর করে। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আটক রেখে বাড়ি থেকে থেকে দাবি করা চাঁদা আনার জন্য চাপ দেয় তারা।

এসময় জুয়েলের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে হামলাকারীরা ভয়ভীতিসহ খুন-জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এছাড়া দাবি করা চাঁদা না দিলে জুয়েলের ব্যবসাপ্রতিষ্ঠান খুলতে দেবে না বলে হুমকি দেন মারুফ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের