
জাহিদ হোসেন:
অদ্য ২৯ জানুয়ারী রোজ বুধবার কেরানীগঞ্জের রুহিতপুরে রামেরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির ৪ এর নিরাপদ বিদ্যুৎ ব্যবহার বিষয়ক গনশুনানী অনুষ্ঠিত হয়। রহিতপুর সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোস্তাকিম ফয়সাল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ পল্লী বিদ্যুতের সহকারী জেনারেল ম্যানেজার (সদস্য সেবা) জনাব মোঃ মিজানুর রহমান। উক্ত অনুষ্ঠানে রুহিতপুর এলাকার বিভিন্ন ব্যবসায়ী ও গ্রাহক গন উপস্থিত ছিলেন। তারা পল্লী বিদ্যুতের এ আয়োজনকে সাধুবাদ জানান। ভবিষ্যতে যাতে এ ধরনের আয়োজন যাতে চলমান থাকে এ বিষয়ে অনুরোধ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি ৪ বাংলাদেশের পল্লী বিদ্যুৎ সমিতি গুলোর মধ্যে একটি রোল মডেল। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দেয়ার জন্য তার কর্মীরা দিনরাত নিরলস পরিশ্রম করা যাচ্ছে। তিনি গ্রাহকদের বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহারে উদ্বুদ্ধ করেন। গ্রাহক যাতে দালাল ছাড়া নিজে নিজে অফিসে আসেন সে বিষয়ে উদ্বুদ্ধ করেন। সভাপতি জনাব মোস্তাকিম ফয়সাল বলেন বিদ্যুৎ একটি রাষ্ট্রীয় সম্পদ। এ সম্পদ রক্ষা করা সকলের দায়িত্ব। অবৈধ বিদ্যুৎ ব্যবহার রোধে সকলের সহযোগিতার অনুরোধ করেন। তিনি আরো বলেন গ্রাহক সেবায় আমরা বদ্ধপরিকর। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আরো উন্নত ও সেবা সহজিকরণের জন্য তারা কাজ যাচ্ছেন। নতুন সংযোগ প্রত্যাশীদের জন্য অনলাইনে ঘরে বসে আবেদন করার পরামর্শ দেন। উক্ত অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুতের এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর জনাব সাইয়েদ মুস্তাইন বিল্লাহ ও ওয়ারিং পরিদর্শক মোঃ মেহেদী হাসান।