সুজাসার প্রবাসী সংঘের উদ্যোগে ৩ কিলোমিটারে ৪০টি এলইডি লাইট সিসি ক্যামেরা স্থাপন

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুর নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের সুজাসার গ্রামে সুজাসার প্রবাসী সংঘের উদ্যোগে ৩ কিলোমিটারে ৪০টি এলইডি লাইট স্থাপন, প্রতিটি খুটিতে একটি করে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সড়ক গুলো সন্ধ্যা হলেই গ্রামের পথে পথে আলো জ্বলে ওঠছে।

সড়কবাতির আলোয় দিনের মতো উজ্জ্বল হয়ে ওঠছে পথ। নিশ্চিন্ত ও স্বাচ্ছন্দ্যে পথ চলছেন সুজাসার লোকজন। আর এদিকে গ্রামকে নিরাপত্তা রাখার জন্য পুরো গ্রামে বসানে হয়েছে সিসি ক্যামেরা।

করোনাকালে গ্রামবাসীর দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। অসুস্থ রোগীদের চিকিৎসার ব্যবস্থা করে থাকেন এ সংগঠনটি। সহযোগিতার এই ধারা এখনো অব্যাহত রেখেছেন তাঁরা। গ্রামে চুরি- ডাকাতি রোধ, সৌন্দর্য বৃদ্ধি ও আলোকিত করতে সুজাসার প্রবাসী সংঘের উদ্যোক্তারা নানা দেশে ছড়িয়ে থাকা ১১৫ জন প্রবাসীরা এগিয়ে আসেন এই পরিকল্পনা বাস্তবায়নে।

উদ্যোক্তা ফয়সাল হাওলাদার, উপদেষ্টা হারুন বেপারী, কাকন হাওলাদার, আতাউর রহমান, আলমগীর হোসেন, মুনসুর হাওলাদার সহস্থানীয় গ্রামবাসী ও গণ্যমান্য ব্যক্তিবৃন্দ।
২৭ জানুয়ারি সোমবার আনুষ্ঠানিকভাবে এই স্ট্রিটবাতি স্থাপন উদ্বোধন করেন। সার্বিক পরিচালনায়, আতাউর রহমান, কাকন হাওলাদার, আলমগীর হোসেন, প্রমুখ।

হেফাজতে ইসলামের তেঁতুলঝোড়া ইউনিয়ন শাখার বিক্ষোভ সমাবেশ

আলী রেজা রাজু :

হেফাজত ইসলাম বাংলাদেশ ঢাকা জেলার উত্তর -এর তেঁতুলঝোড়া ইউনিয়ন শাখার ফ্যাসিবাদমুক্ত,শান্তিপূর্ণ বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারতীয় নানাবিধ চক্রান্তের বিরুদ্ধে,চাঁদাবাজী,বৈষম্য,মাদক,দূর্নীতি ও হয়রানিমূলক সবধরনের মিথ্যা মামলা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

শুক্রবার (১৩ ডিসেম্বর) জুম্মা নামাজের পর সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে এ সমাবেশের আয়োজন করা হয়।
এসময়ঢাকা জেলা উত্তরের হেফাজতে ইসলামের সভাপতি হাফেজ মাওলানা আলী আকবর সভাপতিত্তে বক্তব্য রাখেন মাওলানা জুনায়েদ আলহাবীব দা,বা.মাওলানা মনির হুসাইন কাসেমী দা.বা.মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দা.বা.মাওলানা আলী আ’জম দা.বা.
এসব বক্তরা চাঁদাবাজী মাদকব্যবসায়ী ও সহ বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে বলেন।আরো বলেন, বাংলাদেশ হেফাজতে ইসলাম আন্দোলনের শুরুয়াত করেছিল শাপলা চত্তরে সেই ২০১৩ সালে,ফ্যাসীবাদী সেসময় যে হত্যা নির্যাতন করেছে হেফাজত ইসলামের উপর তা সারা-বাংলাদেশের নিযার্তন একপাল্লায় করলে হেফাজতের সমান হবে না।
এসব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান হাজী মো: কফিলউদ্দিন সরকার
ও তেঁতুলঝোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল সরকার।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম