আজিজুর রহমান বাবু,শরীয়তপুর প্রতিনিধি :
শরীয়তপুর জেলার সখিপুর থানার অন্তর্গত ডিএমখালী ইউনিয়নের সরদার কান্দি গ্রামে আজ সকালে শ্যালক শাওনের হাতে আপন দুলাভাই জাফর সরদারের লোমহর্ষক হত্যাকান্ড ঘটেছে।
ঘটনার বিবরণে জানা যায় গতরাতে একই বিছানায় শ্যালক ( ৩২) শাওন তাঁর আপন দুলাভাই জাফর সরদারের সাথে খোশগল্পে মসগুল থেকে রাত্রিযাপন করে। পরবর্তীতে গভীর রাতে সুযোগ বুঝে ঘুমন্ত অবস্হায় শিলপাটা দিয়ে দুলাভাই জাফর সরদারের মাথায় উপর্যুপরি আঘাতে রক্তাক্ত করে মৃত্যু নিশ্চিত করে। হত্যাকারী জাফরের বিক্ষিপ্ত আঘাতে মাথার খুলি থেতলে মগজ বের হয়ে যায়। স্হানীয় প্রতিবেশীরা ধারণা করছেন পূর্ব শত্রুতার জের এই হত্যা কান্ড ঘটতে পারে।
চাঞ্চল্যকর হত্যাকান্ডের সংবাদ চাউর হয়ে গেলে হত্যাকারি শাওনকে স্হানীয়রা পাকড়াও করে গাছের সাথে বেধে রেখে পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে তাত্ক্ষণিক ভাবে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব ওবায়দুল হক তার ফোর্স নিয়ে ঘটনাস্হলে হাজির হন। অতঃপর আসামী গ্রেফতার করে সখিপুর থানায় নিয়ে আসেন।
ধৃত আসামি শাওনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে ! মৃত জাফর সরদারের লাশ থানা কম্পাউন্ডে সংরক্ষিত করা আছে। মৃতের আপন বড় ভাই এবিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন এবং ময়নাতদন্তের জন্য থানা কতৃপক্ষ জেলা হাসপাতালে নেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে। এলাকাবাসী নির্মম হত্যাকান্ডের নিরপেক্ষ তদন্ত সহ সুবিচার দাবী করছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.