আজিজুর রহমান বাবু। শরীয়তপুর প্রতিনিধি :
গোপন তথ্যের ভিত্তিতে ঝটিকা অভিযান চালিয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব ওবাদুল হক এর নেতৃত্বে আজ বিকাল ৩ ঘটিকার সময় খাসমহল বাজার এলাকা থেকে ইয়াবা ব্যবসায়ী মাদক বিক্রি করার সময় হাতে নাতে ৬০ পিচ ইয়াবা জব্দ করা হয়। ধৃত আসামী আমিনুল মোল্লা (৪০) পিতা /নুরুল হক মোল্লা সাং- চরপাইয়াতলী মোল্লা কান্দি, থানা- সখিপুরকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি মাদক আইনে মামলা রজ্জু করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.