সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ

স্টাফ রিপোর্টার মহররম আলী বগুড়া থেকে : পথের দিশা ভাসমান স্কুলের উদ্যোগে বগুড়া রেলওয়ে স্টেশন বস্তির শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ ইয়ুথ হাব ফাউন্ডেশনের সহযোগিতায় ১১ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. মঙ্গলবার বিকালে বগুড়া প্রেসক্লাবে বিতরণ করা হয়।

তদুপলক্ষে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পথের দিশা ভাসমান স্কুলের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো: মহররম আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক করতোয়ার উপদেষ্টা সম্পাদক ওয়াসিকুর রহমান বেচান।

বিশেষ অতিথি ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক বগুড়া’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাধারন সম্পাদক এস এম আবু সাঈদ।
আমন্ত্রিত অতিথি ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল ওয়াদুদ ও কোষাধ্যক্ষ ফেরদৌসুর রহমান।

অনুষ্ঠানে বগুড়া রেল স্টেশন সংলগ্ন হাড্ডিপট্রি বস্তির অর্ধশত শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। উপকরণের মধ্যে ছিল স্কুলব্যাগ, স্কেল, পেন্সিল, পেন্সিল কাটার, কলম, রাবার, জ্যামিতি বক্স ও পানির পট।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পথের দিশা ভাসমান স্কুলের পরিচালক, সাংবাদিক মোস্তফা মোঘল।
বক্তারা সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে পথের দিশা ভাসমান স্কুলের কার্যক্রমের প্রশংসা করেন। সেই সাথে এসব সুবিধা বঞ্চিত শিশুদের কল্যাণে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান।।

ঢাকা ডার্বিতে দুপুরে মাঠে নামছে মোহামেডান ও আবাহনী

খেলা ডেস্ক: 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম ঢাকা ডার্বিতে আজ মাঠে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান ও আবাহনী। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

শীতের সকালে রাজধানীতে অনুশীলন শুরু আবাহনীর। বিকেলে কুমিল্লা যাবার তাড়া। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ ঘিরে উন্মাদনা আগের চেয়ে কমেছে, তবু ঘরোয়া ফুটবলে আবাহনী-মোহামেডান মানে বাড়তি কিছু।

এবার আকাশীদের অন্যতম শীর্ষ কোচ মারুফুল হক আর ফুটবলার সবাই বাংলাদেশি। তবু পারফরম্যান্সে সাফল্যের ধারা। লিগের দুই ম্যাচ আর ফেডারেশন কাপে একটি, তিন ম্যাচেই পূর্ণ পয়েন্ট পেয়েছে লিগের সর্বাধিক ৬ বারের চ্যাম্পিয়নরা। এবার মোহামেডান প্রতিপক্ষ হওয়ায় জয়ের তাড়না আরও বেশি আকাশী-নীলদের।

এদিকে মৌসুমে মোহামেডানও অপ্রতিরোধ্য। দুই ম্যাচে শতভাগ জয়, যার একটি বসুন্ধরা কিংসের বিপক্ষে। এবারের স্কোয়াডও শক্তিশালী। তবে নিজেদের শেষ ম্যাচে ফেডারেশন কাপে রহমতগঞ্জের কাছে হারটা অস্বস্তি গত মৌসুমের তিন আসরের রানার্সআপদের।

একদিন আগেই গতকাল (শুক্রবার) বিকেলে কুমিল্লা পৌঁছে ম্যাচ ভেন্যুতে অনুশীলন সেরেছে সাদাকালোরা। স্কোয়াড বিবেচনায় আবাহনীর চেয়ে এগিয়ে থাকলেও ঢাকা ডার্বি আলাদা মোহামেডানের কাছেও। তাই নির্ভার থাকার সুযোগ নেই। কারণ, ম্যাচটা মাঠের লড়াই ছাপিয়ে ঐতিহ্যেরও।

একই সময় গাজীপুরে মুখোমুখি হবে ঢাকা ওয়ান্ডারার্স ও পুলিশ এফসি। অন্য ম্যাচে বিকেল সাড়ে পাঁচটায় কিংস অ্যারেনায় রহমতগঞ্জকে আতিথ্য দেবে চ্যাম্পিয়ন বসুন্ধরা।

 

সবা:স:জু- ৩৩৯/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম