স্টাফ রিপোর্টার:
সাপ্তাহিক সবুজপত্র পত্রিকার সম্পাদক জামাল উদ্দিন স্বপনের উপর হত্যার উদ্দেশ্যে হামলা কারীরা ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দালাল ছিলেন।
বুধবার বিকেলে পৌরসদরের একটি এনজিও অফিসে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করেন।
জানা যায়,গত মঙ্গলবার মদিনা ইটভাটা থেকে কথিত প্রেসক্লাব পরিচয় দিয়ে ১০ হাজার ২ শত টাকা বিকাশের মাধ্যমে চাঁদাবাজি করে।এনিয়ে সবুজপত্র ফেসবুক পেজে পোস্ট করা হয়।এর জের ধরে মাঈন উদ্দিন দুলাল,তাজুল ইসলাম,কেফায়েত উল্লাহ মিয়াজি,সাইফুল ইসলাম,সোহরাব হোসেন,নাইম উদ্দিন,শাফয়েত উল্লাহ মিয়াজি,ইমরান হোসেন সোহানের নেতৃত্বে হামলা চালিয়ে মারধর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে থানায় নিয়ে আসে এসময় তার মোবাইল চিনিয়ে নিয়ে তার পোস্ট ডিলেট করে নতুন করে আরেকটি পোস্ট করে।
স্হানীয় প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান,তারা সামনে ১০-১২ জন থাকলেও পিছনে কয়েকজন অস্ত্রধারী ছিলো মূলত হত্যার উদ্দেশ্যে সাংবাদিক স্বপনের উপর হামলা চালান।
এ বিষয়ে ভূক্তভোগী সাংবাদিক জামাল উদ্দিন স্বপন বলেন,মাইন উদ্দিন দুলাল,তাজুর নেতৃত্বে সারা উপজেলা ব্যাপী ইটভাটা,হাসপাতাল,রাজনীতিবিদ,মাটি ব্যাবসায়ী,ঠিকাদারের নিকট থেকে রমজানকে সামনে রেখে ব্যাপক চাঁদাবাজি করে। তারা কোন প্রকৃত সাংবাদিকনা তারা চাঁদাবাজ আমাকে হত্যার উদ্দেশ্যে আমার উপর এ সন্ত্রাসী হামলা চালায় আমি এদের বিচার দাবী করছি।এরা প্রশাসনের চত্রছায়ায় চাঁদাবাজি করে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.