ভোরের পাতার সম্পাদকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

স্টাফ রিপোর্টার:
ভোররে পাতা পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসান বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। সম্প্রতি চীপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদলত এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করছেন। কণ্ঠশিল্পী ইভা আরমানরে এক মামলায় এ গ্রেপ্তারি জারি হয়েছে বলে জানা যায়।
শেখ হাসিনা সরকার টানা ১৫ বছর ক্ষমতায় থাকার সময় আওয়ামী লীগ রাজনৈতিক দলের নেতা ও দৈনিক ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসান দ্বারা নির্যাতন ও তার কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগ করেছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ইভা আরমান।
ইভা আরমান বলেন, মামলার ভয় দেখিয়ে জোরপূর্বক তার ফ্লাট দখল করে নেয় এবং তিনি আওয়ামী লীগ নেতাদের ভয় দেখিয়ে গাড়ী, নগত অর্থ হাতিয়ে নিয়েছে। এরপর তিনি এরতেজার বিরুদ্ধে মামলা দায়রে করনে।
এছাড়াও এরতেজা হাসানের বিরুদ্ধে অনেক সুস্পষ্ট অভিযোগ রয়েছে। রূপান্তর হাউজিং এর নামে মানুষের কোটি কোটি টাকা আত্মসা, চেকের মাধ্যমে বিভিন্ন জমির মালিকদের কাছ থেকে জমি কিনে সেই জমির টাকা পরিশোধ না করা, তার সম্পাদিত পত্রিকার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ না করা ,বেতন চাইতে গেলে নির্যাতন করা, ভোরের পাতা পত্রিকা অফিসের বকেয়া ভাড়া পরিশোধ না করা ,বাজার টোয়েন্টি ফোর এর নামে এমএলএম ব্যবসা পরিচালনা করা, ইত্যাদি বিভিন্ন সুস্পষ্ট অভিযোগ রয়েছে।
৫ আগস্ট এর পর বিভিন্ন ভুক্তভোগীরা এরতেজা হাসান এর বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়ের করেছেন। ইতিমধ্যে উক্ত মামলা গুলোর গ্রেফতারি পরানো জারি হয়েছে এবং গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকে এরতেজা হাসান আত্মগোপনে রয়েছে।
বিগত সরকাররে আমলেও এরতজো গ্রেপ্তার হয়ছেলিনে। সে সময় আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূইয়ার ভাই সাইফুল ইসলাম ভূইয়ার দায়ের করা প্রতারণা ও জালিয়াতি মামলায় গ্রেপ্তার হন তিনি।

গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

স্টাফ রিপোর্টার:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৭ এপ্রিল) রাতে উত্তরার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, রাতে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (৮ এপ্রিল) তার বিরুদ্ধে মামলা থাকায় আদালতে হাজির করা হবে।

পুলিশ জানায়, তুরিন আফরোজের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এক শিক্ষার্থীকে হত্যার উদ্দেশ্যে গুলি করার অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। এই মামলায় তুরিন আফরোজকে গ্রেপ্তার করে পুলিশ।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার চলাকালে ২০১৩ সাল থেকে ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন তুরিন আফরোজ।

তুহিনা আফরোজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর থাকাকালীন অভিযুক্ত যুদ্ধাপরাধী মো. ওয়াহিদুল হকের সঙ্গে দেখা করার অভিযোগে তাকে ট্রাইবুনাল থেকে অপসারণ করা হয়। ২০১৮ সালে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তিনি আওয়ামী লীগের মনোনয়নও চেয়েছিলেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের