
আজিজুর রহমান বাবু। শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের একমাত্র প্রাইভেট বিশ্ববিদ্যালয় জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে চলছে ক্যাম্পাস পিকনিক উৎসব। সারা বছর জুড়ে চলতে থাকা ক্লাস-পরীক্ষা সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে বন্ধ ছিলো ক্যাম্পাসে সকল ধরনের উৎসব , এই ক্যাম্পাস পিকনিক ক্যাম্পাসের প্রান ফিরিয়ে দিয়েছে । ব্যস্ত ক্যাম্পাস–জীবনে তাই বন্ধুরা মিলে একটু প্রাণ খুলে সময় কাটানো আনন্দ করা ও কথা বলার জন্য ছিল শুধুই অপেক্ষা।
সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ২০ ই ফেব্রুয়ারী ২০২৫ অনুষ্ঠিত হলো “ক্যাম্পাস পিকনিক”। নানা রকম খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে জমজমাট আয়োজনে মূখরিত ছিলো পুরো ক্যাম্পাস। মেয়েরা বালিশ খেলা, অন্ধের হাঁড়ি ভাঙ্গা, মারভেল দৌড়, পেনাল্টি খেলায় অংশগ্রহণ করেছে এবল ছেলেরা স্লো বাইক রেস্, বস্তা দৌড়, মুরগী লড়াই, ক্রিকেট ও হেন্ডবল খেলায় অংশগ্রহণ করে। তবে সাংস্কৃতিক অনুষ্ঠান ছেলেমেয়ে উভয়ের জন্যই উন্মুক্ত ছিলো। সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর মধ্যে ছিলো কৌতুক, কবিতা আবৃত্তি, গান, একক নৃত্য ও দলীয় নৃত্য এবং একটি নাটক ছিলো শেষের দিকে। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে নৃত্য ছিলো অসাধারণ। অনুষ্ঠানের শেষে পর্বে বিভিন্ন খেলাধুলার পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ মাহমুদ আলম, সহযোগী অধ্যাপক কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ।
ডিন, প্রযুক্তি অনুষদ।মোঃ শহীদুর রহমান খান, সহযোগী অধ্যাপক ব্যবসায়ী প্রশাসন বিভাগ, ডিন, ব্যবসায় শিক্ষা অনুষদ। ডেপুটি রেজিস্টার খন্দকার তাহমিনা নিষাদ এলিন, প্রক্টর ও আইন বিভাগের চেয়ারম্যান মোঃ ইমামুনুর রহমান, সনেট কুমার সাহা, সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগে। ড. হোসাইন মুহাম্মদ জাকির, সহকারী অধ্যাপক এবং চেয়ারম্যান, সিভিল ইন্জিনিয়ারিং বিভাগ।ইঞ্জিনিয়ার মোঃ রহিম উদ্দিন, সহকারী অধ্যাপক এবং চেয়ারম্যান কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ। মোঃ মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক এবং চেয়ারম্যান ইংরেজি বিভাগ।মোঃ মাহফুজুর রহমান, সহকারী অধ্যাপক এবং চেয়ারম্যান, কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল বিভাগ।মোঃ মতিউর রহমান, সহকারী অধ্যাপক এবং চেয়ারম্যান, ব্যবসায়ী প্রশাসন বিভাগ।আইন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল করিম, আইন বিভাগের সিনিয়র লেকচারার মোঃ সাইফ-উজ্জামান, লেকচারার সাকিলা সুলতানা স্মৃতি, মোঃ তানভির রহমান, মোঃ মেহেদী হাসান, মোঃ ওলিউল ইসলাম , নাফিয়া ইসলাম নিতু। পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মিজানুজ্জামান, সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
মনোমুগ্ধকর এই অনুষ্ঠানটি আইন বিভাগের শিক্ষকদের তত্বাবধানে শিক্ষার্থীরা পরিচালনা করেছে।
২৫ তম ব্যাচের শিক্ষার্থী সাহ পরান মোল্লা বলেন, এই ক্যাম্পাস পিকনিকের মাধ্যমে নতুন পুরাতন সবাইকে একত্রিত করতে পেরে আমরা সবাই আনন্দিত। শিক্ষকদের দিকনির্দেশনায় আমরা সিনিয়র জুনিয়র সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করে ক্যাম্পাস পিকনিক সফল করতে সক্ষম হয়েছে ।