স্টাফ রিপোর্টার: নিজের গ্রাম নেত্রকোণায় দীর্ঘ ১৭ বছর পর ফিরে যাচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. লুৎফুজ্জামান বাবর। তার এই ঐতিহাসিক আগমনকে কেন্দ্র করে নেত্রকোণা জেলা বিএনপি এবং তার সহযোগী অঙ্গ সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সাজানো হয়েছে জেলা শহরকে, আর সমর্থকসহ নেতাকর্মীদের মধ্যে আনন্দ বিরাজ করছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) লুৎফুজ্জামান বাবর নেত্রকোণায় পৌঁছাবেন এবং বিকেল ৩টায় শহরের ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে একটি জনসভায় বক্তব্য রাখবেন। এই জনসভাকে সফল করার জন্য জেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার আনোয়ারুল হকের বাসায় শুক্রবার রাতে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
দলটির সূত্র জানায়, নেত্রকোণা পৌঁছে জনসভায় যোগ দিয়ে রাতেই নিজ বাড়ি নেত্রকোণা ৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের মদন উপজেলার ভাদেরা গ্রামে যাবেন। সেখানে রাত্রিযাপন শেষে খালিয়াজুরী উপজেলা ও মোহনগঞ্জ উপজেলায় জনসমাবেশে যোগ দিয়ে নেতাকর্মীদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ শেষে ঢাকায় ফিরবেন। তিন দিনের এই সফরে তিনি পুরো জেলার নেতাকর্মীদের সঙ্গে পর্যায়ক্রমে মতবিনিময় করবেন।
উল্লেখ্য; ১৭ বছর কারাভোগের পর গত ১৬ জানুয়ারি মুক্তি পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। গত ৩০ জানুয়ারি পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যাওয়ার পথে দুবাইতে অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখানের একটি হাসপাতালে চিকিৎসা শেষে সৌদি যান বাবর। তিন সপ্তাহ বিদেশ সফর শেষে দেশে ফিরেন এ বিএনপি নেতা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.