যেসব এলাকায় ১৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে কাল

স্টাফ রিপোর্টার: গ‍্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোন, বারিধারা নিউ ডিওএইচএস এলাকা, জগন্নাথপুর, নদ্দা, কালাচাঁদপুর, লিচুবাগান, জোয়ারসাহারা, কুড়াতলি থেকে পুরো বসুন্ধরা আবাসিক এলাকায় ১৩ ঘণ্টা গ‍্যাস সরবরাহ বন্ধ রাখবে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি লিমিটেড।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি লিমিটেড থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকার কিছু এলাকায় মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বন্ধ থাকবে গ‍্যাস সরবরাহ।

এতে বলা হয়েছে, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতাধীন এমআরটি লাইন-১ এর ভূগর্ভস্থ স্টেশনের (নদ্দা) এলাইনমেন্ট থেকে তিতাস গ্যাসের বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামী ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত মোট ১৩ (তেরো) ঘণ্টা বারিধারা ডিপ্লোমেটিক জোনের রোড নং-১১, ১২, ১৩, ১৪ এলাকা, বারিধারা নিউ ডিওএইচএস এলাকা, জগন্নাথপুর, নদ্দা, কালাচাঁদপুর, লিচুবাগান, জোয়ারসাহারা, কুড়াতলি থেকে সমগ্র বসুন্ধরা আবাসিক এলাকা (৩০০ ফিট পর্যন্ত) ও যুক্তরাষ্ট্র দূতাবাসের উত্তর-পূর্ব পাশ থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিজ্ঞপ্তিতে।

বিএনপির কর্মীরা পল্টনে যেভাবে রাত পার করছেন

মোহাম্মদ মাসুদ :
আনুষ্ঠানিকভাবে সমাবেশের অনুমতি পাওয়ার পর ব্যাপক হারে বিএনপি নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হয়েছেন। তারা স্লোগানের ফাঁকে ফাঁকে গণমাধ্যমের সঙ্গে কথা বলে সময় পার করছেন। সঙ্গে থাকা কাপড়ের ব্যাগ মাথায় দিয়ে তারা ফুটপাতে ঘুমাচ্ছেন।

নয়াপল্টনে রাত বাড়ার সঙ্গে নেতাকর্মীদের সংখ্যাও বাড়ছে। কার্যালয়ের পাশের অলিগলি ও ফুটপাতে অবস্থান করছেন তারা। দোকান ও ভবনের বাইরে মেঝেতে শুয়ে-বসে রাত পার করছেন। তাদেরকে রাতে খিচুড়ি খাওয়ান ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। একটি কাভার্ড ভ্যানে নিপুণ খাবার নিয়ে আসেন পল্টনে।

সমাবেশ ঘিরে ফুটপাত ও ভ্রাম্যমাণ দোকানের পোয়াবারো। নয়াপল্টনে নানা ধরনের মুখরোচক খাবার নিয়ে তারা দোকান সাজিয়েছেন। নেতাকর্মীদের কেউ খেয়েদেয়ে সময় কাটান, কেউ স্লোগান গল্পগুজব, কেউ খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ছবি, ভিডি ও লাইভ করে সময় কাটান।

পুরুষের পাশাপাশি হাহার হাজার  নারী নেত্রীদেরকেও নয়াপল্টনে স্লোগান আর প্রতিবাদে কণ্ঠে সরব থাকতে দেখা গেছে। রাতেও নয়াপল্টনে থাকবেন তারা। আয়েশা সুলতানা নামে একজন জানান, তারা কয়েকজন মিলে খুলনা থেকে এসেছেন। উঠেছেন এক আত্মীয়ের বাসায়। সেখানেও পুলিশ হানা দেয়। তাই পুলিশের গ্রেফতার এড়াতে নয়াপল্টনেই রাত কাটাচ্ছেন।

নয়াপল্টনে যারা রাত কাটাচ্ছেন তাদের বেশিরভাগই তৃণমূলের কর্মী। তারা এক দফা দাবি আদায়ে কেন্দ্র থেকে জোরালো কর্মসূচি চাচ্ছেন।
এদিকে কাকরাইল এলাকায় পুুলিশ অভিযানের নামে ব্যাপক ধরপাকর চালাচ্ছেন বলে খবর পাওয়া গেছে।

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম