নরসিংদীতে দোকান দখল নিতে সন্ত্রাসী হামলা আহত ২

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী জেলার মনোহরদী উপজেলার হাতিরদীয়া বাজারে আনোয়ারা বেগমনের সাইনবোর্ড লাগানো দোকান দখল নিতে আবুল কাশেম এর নেতৃত্বে একদল সন্ত্রাসী হুমায়ুন কবির লাভলুর উপর হামলা চালায়। এতে লাভলুর মাথায় ফেটে যায় ও ডান হাতের আঙুল ভেঙ্গে যায় সেই সময় বাঁধা দিতে গেলে গেলে তার মামা জসিম উদ্দিন কে পিটিয়ে আহত করা হয়েছে। হামলায় আহত লাভলুর বড় ভাই ইটালি প্রবাসী ওমর ফারুক হোসেন এ বিষয়
বলেন, আবুল কাশেম হলো চিহ্নিত সন্ত্রাসী
সে আওয়ামী লীগের আমলে অনেক মানুষের জমি দখল করেছে তার সাথে সব সময় একদল সন্ত্রাসী থাকে শুধু তাই নয় মানুষ কে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে চাঁদা দাবি করে, চাঁদা দিতে পারলে মামলা তুলে নেয় আর না হয় জেল হাজতে পাঠায়। তিনি আরও বলেন, আমার ছোট হুমায়ুন কবির লাভলুকে পিটিয়ে আহত তো করছে এবং মিথ্যা মামলা দিয়ে আমার ভাইকে জেল হাজতে পাঠিয়েছে সন্ত্রাসী আবুল কাশেম আমার কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করছে যদি আমি এই টাকা দি তাহলে আমার ছোট ভাই এর নামে যে মামলা করছে তা উঠিয়ে নিবে না হয় নিবে না। আমাদের দোকান ও ভাংচুর চালিয়ে সব কিছু ভেঙে ফেলেছে
আমি প্রশাসনের কাছে আকুল আবেদন জানাই এটার যেনো সুস্থ বিচার পাই আমি। অভিযুক্ত আবুল কাশেম এর মুঠোফোনে একাদিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করে নাই।
#

শারদীয় দুর্গাপূজা ২০২৩ উপলক্ষে আইনশৃংখলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাহবুব আলমঃ

আজ ২৭শে সেপ্টেম্বর ২০২৩ খ্রি. বুধবার সকালে হবিগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয় এর সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৩ উপলক্ষে আইনশৃংখলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি।
সভায় পুলিশ সুপার মহোদয় বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে হবিগঞ্জ জেলা পুলিশ সব ধরণের ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিমা প্রস্তুতকরণ, প্রতিমা প্রস্তুতকালীন এবং পূজা চলাকালীন নিরাপত্তা নিশ্চিত করতে ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব প্রকার পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও পুলিশ সুপার তাঁর বক্তব্যে উল্লেখ করেন।

এছাড়াও সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও যে কোন উস্কানি বা গুজব রোধে সকলকে একযোগে সোচ্চার ও সচেতন থাকার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। এছাড়াও জনাব মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), হবিগঞ্জ এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জনাব পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল), হবিগঞ্জ, জনাব জনাব আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল), হবিগঞ্জ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সম্মানিত সদস্যগণ সহ অত্র জেলার প্রতিটি উপজেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম