শুধু সরকার পরিবর্তন করে প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়: নাহিদ ইসলাম

স্টাফ রিপোর্টার:

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, পুরনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়।

মঙ্গলবার (৪ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, শুধু সরকার পরিবর্তন করে প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়।

তিনি আরও বলেন, নতুন প্রজাতন্ত্র গড়ার জন্য গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান প্রয়োজন। মুক্তিযুদ্ধসহ সব গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে নাগরিক পার্টি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক বলেন, নিবন্ধন নিতে শর্তাবলী পূরণ করে দ্রুত সময়ের মধ্যে আগাবো। গঠনতন্ত্র প্রণয়নের কাজ চলছে।

এ সময় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে, সোমবার (৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টির নেতারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করবেন।

শ্রদ্ধা নিবেদন শেষে তারা রাজধানীর রায়েরবাজারে সকাল ১০টায় চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করবেন।

দুটি কর্মসূচিতেই জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় সদস্যরা উপস্থিত থাকবেন।

এদিকে, এই কর্মসূচির মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের রাজনৈতিক যাত্রার আনুষ্ঠানিক সূচনা করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিশাল সমাবেশের মধ্যদিয়ে নতুন রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি। পরে ২১৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

বিপিএলে সাবেক পাকিস্তানি তারকা ইজাজ আহমেদকে কোচ বানাল রাজশাহী

খেলা ডেস্ক: 

আগামী ৩০ ডিসেম্বর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ১১তম আসরের মাঠের লড়াই। গত ১৪ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগের ড্রাফট। ড্রাফট থেকে নিজেদের পছন্দের ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ক্রিকেটারদের পাশাপাশি নিজেদের পছন্দের কোচদেরও দলে ভেড়াতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো।

এবারের বিপিএলে নতুন দল হিসেবে আছে দুর্বার রাজশাহী। বিপিএলে নিজেদের প্রধান কোচ হিসেবে পাকিস্তানের সাবেক তারকা ব্যাটার ইজাজ আহমেদকে নিয়োগ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে দুর্বার রাজশাহী।

বিবৃতিতে রাজশাহী জানিয়েছে, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, পাকিস্তানের কিংবদন্তী ব্যাটসম্যান ইজাজ আহমেদ আসন্ন বিপিএলে আমাদের প্রধান কোচের দায়িত্ব নেবেন। ৩০ ডিসেম্বর পর্দা উঠবে এই আসরের।’ প্রথমবার বিপিএলে কোনও দলের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন ইজাজ। এর আগে তিনি পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপজয়ী দলে ইমরান খানের নেতৃত্বে খেলেছেন।

পাকিস্তানের জার্সিতে সব মিলিয়ে ৩১০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ১৯৮৭ থেকে ২০০১ সাল এই সময়ে ৬০টি টেস্ট ও ২৫০টি ওয়ানডেতে ৯ হাজার ৮৭৯ রান করেছেন তিনি। ১৯৯২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ১৯৯৯ বিশ্বকাপে রানার্সআপ হওয়া পাকিস্তানের স্কোয়াডে ছিলেন ইজাজ।

অন্যদিকে কোচিং ক্যারিয়ারে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব পালন করেছেন। এছাড়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাকিস্তান জাতীয় দলের সহকারী কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন ইজাজ আহমেদ।

এবারের বিপিএলে অন্যান্য দলের তুলনায় খুব একটা শক্তিশালী দল গড়তে পারেনি রাজশাহী। অভিজ্ঞদের মধ্যে তাসকিন আহমেদ, বিজয়, শফিউল ইসলাম ছাড়া আর কোনও সিনিয়র ক্রিকেটার নেই। ইয়াসির আলি রাব্বি, জিসান আলম ও আকবর আলীরাও আছেন স্কোয়াডে। ৩০ ডিসেম্বর শুরু হবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বিপিএলের এবারের আসর। আসরের মোট সাতটি দল হলো- ঢাকা ক্যাপিটালস, চিটাগাং কিংস, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও সিলেট স্টাইকার্স।

এক নজরে দুর্বার রাজশাহীর স্কোয়াড

এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, জিশান আলম, ইয়াসির আলী, সাব্বির হোসেন, সানজামুল ইসলাম, এসএম মেহরাব হোসেন, আকবর আলী, হাসান মুরাদ, শফিউল ইসলাম, মোহর শেখ, সাদ নাসিম, লাহিরু সামারাকুন।

 

সবা:স:জু- ৪৮৮/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান ৭ বছরেই শত কোটি টাকার মালিক শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ নতুন ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন