গাজীপুরে পুলিশ কর্মকর্তার ছেলের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মোঃ মোস্তফা মিয়া :টঙ্গী গাজীপুর প্রতিনিধি

পুলিশ কর্মকর্তার ছেলের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন গাজীপুর মহানগর যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

রবিবার সকালে যুবদল নেতা শেখ সুমনের বাড়ির সামনে থেকে মিছিলটি বের হয়ে কলেজ গেট গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে শেষ করা হয়। বিক্ষোভ মিছিলে যুবদল, সেচ্ছাসেবকদল ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মো সুমন বলেন, আওয়ামী লীগের  মদনপুষ্ঠ বাংলাদেশ  পুলিশের  এসআই বাহারের ছেলের সন্ত্রাসী কর্মকান্ডে ছাত্রদলের নেতা রাজিবের উপর হামলা করা হয়েছে। এ হামলার ঘটনা এসআই ও তার ছেলে সরাসরি জড়িত ছিলো। আমরা এ ঘটনার সুস্পষ্ট তদন্ত সাপেক্ষে পুলিশ কর্মকর্তার ছেলের সন্ত্রাসী কর্মকান্ডের উপযুক্ত বিচারের দাবি জানাচ্ছি। আর যেন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে  না পারে সেজন্য প্রশাসনের প্রতি অনুরোধ করছি।

ভুক্তভোগী ৫৪ নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সহ -সভাপতি রাজিব জানান, গতকাল রাতে বাংলাদেশ পুলিশ এসআই বাহারের ছোট ছেলে জিদান দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে তার উপর তুলে দেওয়া চেষ্টা করেন। এর প্রতিবাদ করলে তাকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করে সে। আমার ও আমার নেতার পদ খেয়ে ফেলবে বলে হুশিয়ারী দেন। তিনি আরো জানান, এসআই বাহারের ছেলে এলাকায় মাদক সন্ত্রাস ও অন্যান্য অপকর্মের সাথে লিপ্ত।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মো সুমন। অন্যানদের মধ্যে  উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাতুল আহমেদ ভূইয়া, টঙ্গী পশ্চিম থানার ছাত্র দলের সাবেক আহ্বায়ক রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারী,গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক আল-আমিন আকাশ ,
যুবদলের নেতা প্রিন্স, যুবদল নেতা আব্দুর রব ছাত্রদল নেতা ইশতিয়াক আহমেদ জীম , যুবদল নেতা পাপন, সাজু,রিফাত, রোমান, পুশন,বাদল, আমান,শামীম প্রমুখ।

সাংবাদিক হত্যার প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন

সাংবাদিক হত্যার প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন

গাজীপুর সংবাদদাতা:

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে মাদারীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকালে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে কালকিনি ও ডাসার উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীসহ সাধারণ মানুষও অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা দ্রুত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান। আর তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন গণমাধ্যমকর্মীরা। মানববন্ধনে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলার সিনিয়র সাংবাদিক খন্দকার শামীম, যুগান্তরের সাংবাদিক এইচএম মিলন, ঢাকা প্রতিদিনের প্রতিনিধি নাসির উদ্দিন লিটন, জনকন্ঠের সাংবাদিক জাফরুল হাসান, আনন্দ টিভির জেলা প্রতিনিধি মম হারুণ অর রশীদ, মাইটিভির প্রতিনিধি শেখ লিয়াকত ও একুশে টিভির সাংবাদিক মো. রকিবুজ্জামান প্রমুখ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামানকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে একদল দুর্বৃত্ত। ভয়ে দৌড়ে ঈদগাঁ মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নেন তুহিন। পরে দোকানের ভেতর ঢুকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে তাকে। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এই ঘটনায় শুক্রবার সকালে সাংবাদিক আসাদুজ্জামানের বড়ভাই সেলিম বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা করেন। গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ, র‌্যাব ও পিবিআই আলাদাভাবে অভিযান চালিয়ে এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে। নিহত আসাদুজ্জামান তুহিনের গ্রামেরবাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে। তিনি পরিবারসহ থাকতেন গাজীপুর নগরের চৌরাস্তা এলাকায়।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম