স্টাফ রিপোর্টার:
আসন্ন ঈদুল ফিতরের আগে যুগ্ম সচিব পদে পদোন্নতি পাচ্ছেন ৪০০ কর্মকর্তা। প্রশাসনের পদোন্নতিপ্রত্যাশী কর্মকর্তারা একে ‘ঈদ উপহার’ হিসেবে দেখছেন। গত শনিবার সুপিরিয়ার সিলেকশন বোর্ড (এসএসবি) এ সংক্রান্ত বৈঠক করেছে। বোর্ডের সভাপতি ও মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় পদোন্নতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সিদ্ধান্ত হয়, প্রশাসন ক্যাডারের ২৪তম বিসিএস ব্যাচের প্রায় ৩০০ কর্মকর্তা এবং অন্যান্য ২৫টি ক্যাডারের প্রায় ১০০ কর্মকর্তা যুগ্ম সচিব পদে পদোন্নতির জন্য বিবেচিত হচ্ছেন। পাশাপাশি, বিগত সরকারের আমলে রাজনৈতিক কারণে পদোন্নতি বঞ্চিত প্রায় ৫০ জন কর্মকর্তাও তালিকায় রয়েছেন।
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর পূর্ববর্তী সরকারের আমলে পদোন্নতিবঞ্চিত বিভিন্ন ব্যাচের কর্মকর্তাদের স্বাভাবিক নিয়মে পদোন্নতির প্রক্রিয়া শুরু করে। এরই ধারাবাহিকতায় এবার প্রায় ৪০০ কর্মকর্তার পদোন্নতির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
শিগগিরই এ সংক্রান্ত সার-সংক্ষেপ অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হবে। অনুমোদন পাওয়ার পরই আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি (নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ) শাখার অতিরিক্ত সচিব মো. এরফানুল হক বলেন, গত শনিবার এসএসবির সভা হয়েছে। সেখানে যুগ্ম সচিব পদোন্নতির বিষয়টি ছিল। তবে কতজনকে পদোন্নতি দেওয়া হচ্ছে, সে বিষয়ে তিনি মন্তব্য করেননি।
জানা গেছে, বিসিএস ২৪ ব্যাচের বেশকিছু সংখ্যক কর্মকর্তা জেলা প্রশাসক হিসেবে কর্মরত রয়েছেন। তারা পদোন্নতি পেলে তাদের জায়গায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হবে। পদোন্নতিযোগ্য কর্মকর্তাদের কর্মজীবনের অনুবেদন, প্রয়োজনীয় নম্বর, চাকরিজীবনে শৃঙ্খলা, কর্মক্ষেত্রে দুর্নীতির অভিযোগ রয়েছে কিনা, গোয়েন্দা তথ্যসহ সামগ্রিক বিষয় এসএসবির সভা পর্যালোচনা করেছে। এতে আলোচনা হয়েছে, পর্যায়ক্রমে ২৫, ২৭ ও ২৮ ব্যাচ থেকে জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হতে পারে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমান প্রশাসনে যুগ্ম সচিবের অনুমোদিত পদ রয়েছে ৫০২টি। তবে কর্মরত রয়েছেন ৮৬২ জন কর্মকর্তা। এ পদে দ্বিগুণেরও বেশি কর্মকর্তা রয়েছেন। তার পরও আরেক দফা যুগ্ম সচিব পদোন্নতিযোগ্যদের পদোন্নতি দিতে একাধিক বৈঠক করেছে সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি)। সভায় উপসচিব থেকে যুগ্ম সচিব পদোন্নতির জন্য নিয়মিত হিসেবে ২৪ ব্যাচকে বিবেচনায় নেওয়া হয়েছে।
প্রসঙ্গত এই ব্যাচের কর্মকর্তাদের নিয়োগ নিয়েও এক সংবাদ সম্মেলনে আন্দোলনের মাধ্যমে পদত্যাগে বাধ্য হাওয়া আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরূপ মন্তব্য করেছিলেন। দলীয় তকমা লাগিয়ে কথা বলায় এই ব্যাচের কর্মকর্তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। নিয়মিত সেই ব্যাচের প্রায় তিন শতাধিক কর্মকর্তা পদোন্নতির যোগ্যতা অর্জন করেছেন। এ ছাড়াও অন্য ২৫ ক্যাডারের কর্মকর্তা ও বঞ্চিতরাও পদোন্নতি পাচ্ছেন। সব কর্মকর্তার প্রয়োজনীয় নম্বর, চাকরিজীবনের আমলনামা, এমনকি ছাত্রজীবন থেকে শুরু করে পারিবারিক সব বিষয় সম্পর্কেও গোয়েন্দা তথ্য নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.