ছাত্রদলের মানববন্ধন কর্মসূচি আজ

স্টাফ রিপোর্টার:

নারীদের ওপর সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, হেনস্তা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার (৯ মার্চ) ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।

বার্তায় জানানো হয়, সম্প্রতি দেশে নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ ও অনলাইনে হেনস্তার ঘটনা বেড়ে গেছে। একইসঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার সংস্কৃতি উদ্বেগজনকভাবে বাড়ছে। এরই প্রতিবাদে ছাত্রদল সোমবার (১০ মার্চ) সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি পালন করবে।

বার্তায় আরও বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির রোববার এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচিতে সব নেতাকর্মীদের উপস্থিত থেকে কর্মসূচি সফল করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

জুলাই সনদ ঘোষণা ও গণহত্যার বিচারের দাবিতে ইসলামী ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ডেস্ক রিপোর্ট :

আজ বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে জুলাই সনদ ঘোষণা ও গণহত্যার বিচারের দাবিতে ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তর সভাপতি এইচ এম শাহাব উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী।

কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি সাইফুদ্দিন আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট শাইখুল ইসলাম, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ইসমাইল।
আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান ত্বহা, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মাহমুদুল হাসান রাসেল, ঢাকা মহানগরী উত্তর সেক্রেটারি মোহিব আজিজ, ঢাকা মহানগর দক্ষিণ অফিস সম্পাদক শাহজাহান সৈকত, ঢাকা মহানগর উত্তর বাইতুলমাল সম্পাদক আবরার মাজহারি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাইফুল ইসলাম তুহিন, সামিউল হাসান রনি, আশফাক নূর প্রমুখ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম