লাকি আক্তারকে গ্রেফতারের দাবিতে মাঝরাতে উত্তাল ঢাবি

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও গণজাগরণ মঞ্চের স্লোগান কন্যাখ্যাত লাকী আক্তারের গ্রেফতার ও বিচারের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা রাজধানীতে পুলিশের ওপর হামলার প্রতিবাদ ও ফ্যাসিবাদের সব দোসরের গ্রেফতারের দাবি জানান।

মঙ্গলবার (১১ মার্চ) দিনগত রাত পৌনে ১টার দিকে হল থেকে বেরিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন কয়েকশ শিক্ষার্থী। ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে তারা শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

শিক্ষার্থীরা এসময় ‘ল তে লাকী, তুই হাসিনা তুই হাসিনা’, ‘আমার ভাই কবরে, লাকী কেন বাহিরে’, ‘আমার সোনার বাংলায় শাহবাগের ঠাঁই নাই’, ‘শাহবাগ না জাস্টিস, জাস্টিস জাস্টিস’, ‘সারা বাংলায় খবর দে, শাহবাগের কবর দে’, ‘শাহবাগী হামলা করে, ইন্টেরিম কী করে’ ইত্যাদি বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীরা বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগের যেকোনো সময়ের চেয়ে শান্তিপূর্ণভাবে তাদের দায়িত্ব পালন করছে। কিন্তু শাহবাগীরা তাদের ওপর হামলা করেছে। চব্বিশের বাংলাদেশে আমরা কোনোদিন শাহবাগীদের পুনরুত্থান মেনে নেবো না। আমাদের ছাত্রসমাজের দেহে একবিন্দু রক্ত থাকা পর্যন্ত তাদের উদ্দেশ্য সফল হতে দেবো না।

বিক্ষোভে অংশ নেওয়া শাহেদ ইমন নামের এক শিক্ষার্থী বলেন, যখন ফ্যাসিবাদকে উৎখাত করে আমরা স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, ঠিক তখনই শাহবাগীরা ষড়যন্ত্র করতে নেমে এসেছে। যেই বিচারহীনতার সংস্কৃতি আনা হয়েছিল, সেই সংস্কৃতি মাড়িয়ে আমরা শাহবাগীদের বিচার করেই ছাড়ব ইনশাআল্লাহ। হয় শাহবাগীরা থাকবে, না হয় আমরা দেশের আমজনতা থাকব।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

স্টাফ রিপোর্টারঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৩ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাতটার দিকে মুন্সিগঞ্জের গজারিয়ার বাউশিয়া এলাকায় কুমিল্লাগামী লেনে সড়ক দুর্ঘটনা এবং যানবাহন বিকল হওয়ার কারণে এ যানজট সৃষ্টি হয়। যা সময় বাড়ার সঙ্গে সঙ্গে ১৩ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে।

সরেজমিনে দেখা গেছে, যানবাহনের দীর্ঘ সারি। যাত্রী ও চালকরা গন্তব্যে পৌঁছাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কেউ কেউ ফোনে স্বজনদের বলছেন, যানজট ছাড়লেই এসে পড়বো। চিন্তার কারণ নেই।

এ সময় কথা হয় বাসচালক কুরবান আলীর সঙ্গে। তিনি বলেন, জামালদী থেকে ভবেরচর বাসস্ট্যান্ড পর্যন্ত আসতে ঘণ্টাখানেক সময় লেগে গেলো। জানি না কতক্ষণে গন্তব্যে পৌঁছাতে পারবো।

তবে যানজটের কারণ জানেন না ট্রাকচালক শফিক। তিনি বলেন, মেঘনা সেতু পার হওয়ার পর থেকে যানজট পেয়েছি। কিন্তু কী কারণে যানজট, তা জানি না।

এ বিষয়ে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনাকবলিত এবং বিকল হওয়া গাড়িগুলো মহাসড়ক থেকে সরানোর কার্যক্রম চলছে।

তিনি আরও বলেন, ধীরগতিতে যানবাহন চলছে, শিগগিরই যান চলাচল স্বাভাবিক হবে।

 

সবা:স:জু- ৭৮৩/২৫

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম