২১ সদস্য বিশিষ্ট জিয়া সাইবার ফোর্স বনানী থানার আংশিক কমিটি গঠন 

স্টাফ রিপোর্টার:

শনিবার (৮ মার্চ) জিয়া সাইবার ফোর্সের (জেড সি এফ) উত্তরের আহবায়ক মুরাদ হেসেন আকাশ ও সদস্য সচিব দেলোয়ার হোসেন দীপ স্বাক্ষরিত জিয়া সাইবার ফোর্স ( জেড সি এফ) বনানী থানার এ কমিটি গঠন করা হয়।

নবনির্বাচিত এ কমিটি আগামী ৩০ দিনের মধ্যে কমিটি পুর্নাঙ্গ করে দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো। জিয়া সাইবার ফোর্সের এই নবগঠিত কমিটির মূল উদ্দেশ্য দেশপ্রেম, আদর্শ ও সংগঠনের নীতিমালা অনুসরণ করে ডিজিটাল মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা।

২১ সদস্য বিশিষ্ট কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়ক কাউসার আহমেদ চৌধুরী। ৯ সদস্য বিশিষ্ট যুগ্ম আহবায়করা হলেন, রাকিবুল হাসান সাগর, হুমায়ুন কবির, হানিফ হাওলাদার, অনিক হাসান, আসাদ, আবুল হোসেন, স্বপন মিয়া,নাঈম হোসেন নয়ন, মো: শহীদ। ৯ সদস্য বিশিষ্ট সদস্যরা হলেন, শিপুল ইসলাম, কাওসার হোসেন, শাহ আলম, মাজহারুল ইসলাম, শাহিন মিয়া, ফাহিমুল ইসলাম, আবু তাহের, বাইজিদ হোসেন, মনির হোসেন।

তারেক রহমানের বাসায় তৈরি খাবার খাচ্ছেন খালেদা জিয়া

অনলাইন ডেস্কঃ

লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের বাসায় তৈরি করা খাবার খাচ্ছেন।

শুক্রবার বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। মিডিয়া সেলের ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি একটি ভিডিও আপলোড করা হয়েছে।

ওই ভিডিওর ক্যাপশনে লেখা হয়, ‘হাসপাতালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য নিজ হাতে বাসা থেকে রান্না করা খাবার নিয়ে আসছেন তার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান।’

এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খালেদা ড. এনামুল হক চৌধুরী জানান, ‘বেগম খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই চলছে। চিকিৎসকের অনুমতি নিয়ে হাসপাতালে রাতে থাকছেন জিয়া পরিবারের সদস্যরা। নাতনি ব্যারিস্টার জাইমা রহমান ছিলেন বুধবার রাতে। বৃহস্পতিবার রাতে ছিলেন পুত্রবধূ জোবাইদা রহমান। সারাদিন হাসপাতালে থাকছেন তারেক রহমান। তিনি পুরো চিকিৎসা তদারকি করছেন। দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের কাছে পেয়ে ভালো সময় কাটছে খালেদা জিয়ার। কাল খুব হাসি খুশি দেখা গেছে ম্যাডামকে। দুই ভাবি ছিল গতকাল। মানসিকভাবে বেশ চাঙ্গা তিনি। রিল্যাক্স মুডে আছেন বলা যায়। চিকিৎসকরা বলছেন, মানসিকভাবে তাকে সুস্থ করা গেলে চিকিৎসা করা সহজ হবে। সেই লক্ষেই পরিবারের সদস্যরা খালেদা জিয়াকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন।’

দীর্ঘদিন ধরে, লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, হৃদরোগ, কিডনি, ফুসফুস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন খালেদা জিয়া।

 

সবা:স:জু- ৭২৮/২৫

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম